AB Bank
ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪, ৫ পৌষ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কালীগঞ্জে ১৮ বছর পর বিএনপি’র কার্যালয় উদ্বোধন


Ekushey Sangbad
ওমর ফারুক, কালীগঞ্জ, গাজীপুর
০৬:৫৮ পিএম, ২০ ডিসেম্বর, ২০২৪
কালীগঞ্জে ১৮ বছর পর বিএনপি’র কার্যালয় উদ্বোধন

কালীগঞ্জে দীর্ঘ ১৮ বছর পর উদ্বোধন করা হয়েছে থানা বিএনপি’র কার্যালয়। কালীগঞ্জ পৌর ভবনের বিপরীতে থানা বিএনপি ও সহযোগী সংগঠনের এই কার্যালয় লাল ফিতা কেটে উদ্বোধন করেন জেলা বিএনপি’র সভাপতি এ.কে.এম ফজলুল হক মিলন।

শুক্রবার (২০ ডিসেম্বর) বিকেলে থানা বিএনপি’র সহ সভাপতি আলমগীর হোসেন স্বপন’র সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালীগঞ্জ থানা বিএনপি’র সভাপতি মাষ্টার হুমায়ুন কবির। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৫ আসনের সাবেক সাংসদ ও জেলা বিএনপি’র সভাপতি এ.কে.এম ফজলুল হক মিলন। 

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, গণতন্ত্রের আশায় মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন হয়েছিল। গত ৫ আগস্ট সেই গণতন্ত্র পুনরুদ্ধারের সুযোগ তৈরি হয়েছে। তিনি আরও বলেন, আমরা প্রতিহিংসার ও জুলুমের রাজনীতিতে বিশ্বাস করি না। আমরা দীর্ঘ আঠার বছর জুলুম নির্যাতনের পর আবার নতুন করে অফিস নিতে পেরেছি বলে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খাইরুল আহসান মিন্টু, জেলা বিএনপি’র সদস্য ও সাবেক মেয়র লুৎফর রহমান থানা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ফরিদ আহম্মেদ মৃধা, থানা বিএনপি’র উপদেষ্টা ও সাবেক সাধারণ সম্পাদক মো. সোলায়মান আলম, সাবেক সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান খান লাভলু, জেলা যুব দলের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানা, পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ হোসেন আরমান মাষ্টার, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম প্রধান, পৌর বিএনপি’র সদস্য প্রদীপ মিত্র ভজন, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং উপজেলার বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ প্রমুখ। 

অনুষ্ঠান শেষে মোনাজাতের মাধ্যমে সর্বসাধারনের জন্য দোয়া কামনা করা হয় এবং তবারক বিতরণ করা হয়।

একুশে সংবাদ/ এস কে

 

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!