AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২০ এপ্রিল, ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পঞ্চগড়ে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নিয়োগ পরীক্ষা তোপের মুখে স্থগিত!


Ekushey Sangbad
ডিজার হোসেন বাদশা, পঞ্চগড়
০৯:২২ পিএম, ২০ ডিসেম্বর, ২০২৪
পঞ্চগড়ে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নিয়োগ পরীক্ষা তোপের মুখে স্থগিত!

পঞ্চগড় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারী পদের নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও দুর্নীতি এবং অনিয়মের অভিযোগ তুলে পরীক্ষা বর্জন করেছে পরীক্ষার্থীরা। একই সাথে বিক্ষোভ কর্মসূচী পালনসহ স্বচ্ছ পরীক্ষার দাবিতে কর্মকর্তাদের অবরুদ্ধ করে রাখলে, তোপের মুখে পড়েন কর্মকর্তারা।

শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল ১০টার পর থেকে পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজে প্রশাসনিক ভবনে অবরুদ্ধ করে রাখার এ ঘটনাটি ঘটে। পরে দুপুরের দিকে তোপের মুখে পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে পঞ্চগড়ের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আশরাফুজ্জামান।

এদিকে অনিয়মকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণসহ নতুন করে স্বচ্ছভাবে পরীক্ষার দাবি করে সাড়ে তিন ঘন্টা বিক্ষুব্ধ পরীক্ষার্থীরা চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট সহ কর্মচারিদের অবরুদ্ধ করে রাখলে সংশ্লিষ্টদের আস্বাসে সড়ে যায় বিভিন্ন জেলা থেকে আসা পরীক্ষার্থীরা।

জানা গেছে, শুক্রবার ও শনিবার (২০, ২১ ডিসেম্বর) দুই দিনব্যাপী দুই শিফটে অনুষ্ঠিত হতে যাচ্ছিলো পঞ্চগড় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারী পদের এই নিয়োগ পরীক্ষা। তবে পরীক্ষার প্রথম দিনেই প্রশ্নপত্র ফাঁস ও দূনীতি এবং অনিয়মের এই অভিযোগ উঠে।

এদিকে নিয়োগ কমিটির উদাসীনতাকে দায়ে করছেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ। পরীক্ষার বিষয়ে কলেজ কর্তৃপক্ষকে আগে থেকে কোন কিছু জানানো হয়নি। সেই সাথে কলেজের কোন শিক্ষককে পরীক্ষায় দ্বায়িত্ব দেয়া হয়নি। উদ্ভুদ পরিস্থিতির দায় আদালত সংশ্লিষ্টদের নিতে হবে বলে জানান কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর আলম।

তবে পরীক্ষার বিষয়ে আগে থেকে কলেজ কর্তৃপক্ষকে জানানো হয় দাবী নিয়োগ কমিটির। এছাড়া পরীক্ষায় কোন অনিয়ম হলে এর সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান পঞ্চগড় চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান।

আরো জানা গেছে, চলতি বছরের গত ১৯ নভেম্বর প্রকাশিত বিজ্ঞোপ্তির মাধ্যমে ১২টি পদের ভিত্তিতে ৩০ জনকে নিয়োগের কথা ছিল। বর্তমান তৈরি হওয়া পরিস্থিতির কারণে আবারো অনুষ্ঠিত হতে যাওয়া পরীক্ষায় স্বচ্ছতার দাবি জানিয়েছেন সবাই।

একুশে সংবাদ//আ.য

Shwapno
Link copied!