নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রাস্তা পারাপারের সময় যাত্রীবাহী বাসের ধাক্কায় আঞ্জুমান (৫০) নামের এক পোশাকশ্রমিক নিহত হয়েছেন।
শুক্রবার (২০ ডিসেম্বর) সন্ধ্যা উপজেলার কাঁচপুর নয়াবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত আঞ্জুমান মাদারীপুর জেলার কালকিনী উপজেলার বাঘইরা এলাকার আব্দুস সালাম মিয়ার স্ত্রী।
নিহতের ভাই মোহাম্মদ আলী জানান, আঞ্জুমান ঢাকার রায়েরবাগ এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকতেন এবং সোনারগাঁয়ের কাঁচপুরে একটি পোশাক কারখানায় কাজ করতেন।
কাঁচপুর হাইওয়ে থানার ওসি কাজী ওয়াহিদ মোর্শেদ জানান, উপজেলার নয়াবাড়ি এলাকায় রাস্তা পারাপারের সময় যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় পোশাকশ্রমিক আঞ্জুমান বেগম নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে।
একুশে সংবাদ//আ.য
আপনার মতামত লিখুন :