অনেক আগেই জানা গিয়েছিল দায়িত্ব ছাড়তে চান বাংলাদেশের নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তাছাড়া চোটের কারণে তিন ফরম্যাটেই ওয়েস্ট ইন্ডিজ সফর করতে পারেননি তিনি। শান্তর চোটের কারণে টি-২০ সিরিজের অধিনায়কত্ব পান লিটন দাস। ওয়েস্ট ইন্ডিজ সফরে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে তার নেতৃত্ব প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। ব্যাট হাতে অতি খারাপ সময়ের ভেতরে দিয়ে গেলেও তার নেতৃত্ব গুণ নিয়ে চলছে আলোচনা।
উইকেটরক্ষক ব্যাটার লিটন নিজেই জানিয়েছেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) চাইলে তিনি স্থায়ীভাবে অধিনায়কত্ব নিতে রাজি আছেন। ক্যারিবীয়দের বিপক্ষে তৃতীয় ও শেষ ম্যাচের পর তিনি বিষয়টি নিয়ে মন্তব্য করেন।
‘অধিনায়কত্বের বিষয়ে আমি বলবো বিসিবি যদি দেয়, করতে রাজি আছি। এই বিষয়ে দ্বিমত থাকার কোনো কথা না। আমি এটা উপভোগ করছি। বোলাররা যদি খুব ভালো বল করে দেয়, উইকেটের পেছন থেকে আমার জন্য কাজটা খুব সহজ।’
‘আমাদের বোলাররা এখন জানে কার জন্য কেমন ফিল্ড সাজানো দরকার। তাই আমার কাজটা সহজ। মাঠে আমি হয়তো আমার এতদিন ক্রিকেট খেলার অভিজ্ঞতা থেকে অনেক সিদ্ধান্ত নিয়ে থাকি। বোলাররা যেভাবে তাদের স্কিলের প্রদর্শন করছে, মাঠে আমার কাজ সহজ হয়ে যায়।’
টি-২০ সিরিজে তিন ম্যাচে মাত্র ১৭ রান করেন লিটন। তবে নিজের ফর্ম নিয়ে জাতীয় দলের সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের সহায়তার কথা তিনি জানালেন।
এ বিষয়ে তার মন্তব্য, ‘ব্যাটিং নিয়ে চেষ্টা করছি। সালাউদ্দিন স্যারের সঙ্গে কাজ করছি। স্যার ছোটবেলা থেকে আমাদের চেনেন। তাই স্যারের সঙ্গে কথা বললে ক্রিকেট-বিষয়ক অনেক সাহায্য হয়।’
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :