মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলার কুমারভোগে বিশিষ্ট সমাজ সেবক প্রয়াত দরবেশ আলী খান জামে মসজিদের শুভ উদ্বোধন হয়েছে।
শুক্রবার লৌহজং উপজেলার কুমারভোগ ইউনিয়নে বিশিষ্ট সমাজ সেবক প্রয়াত দরবেশ আলী খানের নাম করণে জুম্মার নামাজ ও দোয়া মাহফিলের মাধ্যমে মসজিদটি উদ্বোধন করা হয়। মসজিদটির জমিদাতা দরবেশ আলী খানের স্ত্রী। দরবেশ আলী খানের মেঝ ছেলে খান নজরুল ইসলাম হান্নানের তত্ত্বাবধানে মসজিদের ভবনটি নির্মিত হয়।
প্রয়াত দরবেশ আলী খান ও তার পুত্র নুর মোহাম্মদ খান দীর্ঘ সময় কুমারভোগ ইউনিয়নের চেয়ারম্যান হিসাবে সুনামের সহিত এলাকার জনসাধারণের সেবা করে গেছেন। তারই ধারাবাহিকতায় প্রয়াত দরবেশ আলী খানের কর্ম স্মৃতিকে ধরে রেখে জনসেবায় অংশ নিতে এই ধর্মীয় স্থাপনা নির্মানের উদ্যোগ গ্রহন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- সরকারী লৌহজং বিশ্ববিদ্যালয় কলেজের প্রিন্সিপাল মো. মোজাম্মেল হক, দরবেশ আলী খানের মেঝ ছেলে খান নজরুল ইসলাম হান্নান, সরকারী হরগঙ্গা কলেজের এসোসিয়েট প্রোফেসর ফারুক আহাম্মেদ, সাংবাদিক নাসির খান, মো. রয়েল বেপারী, তৌফিক হোসেন বুলেট ও মো. উল্লাস।
মসজিদ উদ্বোধনের সময় জুম্মার নামাজ ও দোয়া মাহফিলে প্রায় সাত থেকে আট শত মুসল্লি অংশ গ্রহণ করেন।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :