চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ট্রাক্টর দিয়ে জোরপূর্বক ১১বিঘা জমির ফসল নষ্ট করেছে সন্ত্রাসীরা, ১৭জনের নামে এজাহার ও আরো ১৫-২০ জনকে অজ্ঞাতনামা করে এজাহার দায়ের করেছে ভুক্তভোগীরা।
গতকাল (২০ ডিসেম্বর) শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে নাচোল উপজেলার সদর ইউনিয়নের দুলাহার গ্রামে এ ঘটনা ঘটে।
এব্যাপারে একই গ্রামের প্রকৃত জমির মালিক হারুন অর রশিদ বাদি হয়ে থানায় এজাহার দায়ের করেন।
হারুন অর রশিদ বলেন- গতকাল শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে ঐ গ্রামের সালাউদ্দিন, রবি, পিন্টু, ইউসুফ সহ এজাহার ভুক্ত আসামীগণ লাঠি সোডা, হাঁসুয়া, কোদাল সহ ধারালো অস্ত্র নিয়ে আমার ফসলি জমির উপর এসে আমার কাছে ২ লক্ষ টাকা চাঁদা দাবি করেন। এবং টাকা না দিলে মেরে ফেলার হুমকি দেন। সন্ত্রাসীদের কথায় কর্আণপাত না করলে, আমার ১১বিঘা জমিতে থাকা আলু, গম, সরিষা ও বোরো ধানের বীজ ট্রাক্টর দিয়ে হাল বেয়ে নষ্ট করে ফেলে। এতে আমার ৬ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
‘আমি পুলিশ প্রশাসনের নিকট অনুরোধ করছি যে, আমার জমির ফসল নষ্টের ঘটনায় জড়িত সন্ত্রাসীদের সঠিক তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানাচ্ছি।’
বর্গাচাষি কেরামত আলী, রাজিবুল ইসলাম ও উতুল বলেন- আমরা এনজিওতে লোন করে জমি চাষাবাদ করেছি। সব মিলিয়ে আমাদের প্রায় তিন লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আমাদের এখন রাস্তায় বসা ছাড়া আর কোন উপায় নেই।
এঘটনায়, নাচোল থানার অফিসার ইনচার্জ ওসি মনিরুল ইসলাম জানান, অভিযোগ পেয়েছি পুলিশ ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল , সঠিক তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :