তিতাস নদীর পাড় অবৈধভাবে দখল করার অভিযোগে মোক্তার ব্রিক ফিল্ড-নামীয় একটি প্রতিষ্ঠান-কে বাংলাদেশ পরিবেশ সংরক্ষন আইন ১৯৯৫ এর সংশ্লিষ্ট ধারায় ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয় এবং আগামী ৭ দিনের মধ্যে নদী তীর অবৈধ দখলমুক্ত করার নির্দেশ দেয়া হয়।
শনিবার (২১ ডিসেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার পূর্বভাগ ইউনিয়নের কোয়রপুর মৌজার কিপাতনগর সংলগ্ন স্থানে অবস্থিত ইট ভাটা প্রস্তুতকারক ওই প্রতিষ্ঠানকে অর্থ দন্ড দেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নাসিরনগর উপজেলা সহকারী কশিমনার (ভূমি) কাজি রবিউস সারওয়ারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
একইদিনে ভাম্যমাণ আদালত পরিচালনাকালে তিতাস নদীর মাঝে অস্থায়ী বেড় দিয়ে মৎস্য শিকারের অপরাধে জড়িত অন্য এক ব্যক্তিকে মৎস্য রক্ষা ও সংরক্ষন আইন -১৯৫০ অনুযায়ী অর্থদন্ড প্রদান করা হয়। পাশাপাশি তাকেও ২৪ ঘন্টার মধ্যে অবৈধ স্থাপনা অপসারন করার নির্দেশ দেওয়া হয়।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :