AB Bank
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

খুবি ক্যাম্পাস পরিদর্শনে ইরানের রাষ্ট্রদূত: উৎকর্ষ সাধনে সহযোগিতার আশ্বাস


খুবি ক্যাম্পাস পরিদর্শনে ইরানের রাষ্ট্রদূত: উৎকর্ষ সাধনে সহযোগিতার আশ্বাস

ইসলামী প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত মনসুর চাভোশি খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার উৎকর্ষ সাধনে ইরানের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। রবিবার (২২ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিমের আমন্ত্রণে ক্যাম্পাস পরিদর্শনকালে তিনি এ কথা জানান।

শহিদ প্রশাসনিক ভবনের সভাকক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান। সভায় খুবির শিক্ষার বৈচিত্রময় পরিবেশ এবং গবেষণার অগ্রগতি নিয়ে আলোচনা হয়।

সভায় উপ-উপাচার্য ইরানের তেহরানসহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মানের প্রশংসা করেন এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের সাথে গবেষণা ও শিক্ষায় যৌথ উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, “খুবি প্রকৌশল, জীববিজ্ঞান, চারুকলা, সামাজিক বিজ্ঞানসহ নানা বিষয়ে সমৃদ্ধ। ইরানের বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে যৌথ গবেষণা ও শিক্ষার্থী বিনিময়ের সুযোগ রয়েছে।”

রাষ্ট্রদূত মনসুর চাভোশি বলেন, ইরান দীর্ঘদিন ধরে খুবির পাশে রয়েছে। মডার্ন ল্যাঙ্গুয়েজ সেন্টার চালু করার পেছনে ইরানের কালচারাল সেন্টারের বড় ভূমিকা ছিল। ভবিষ্যতে ইরানের বিশ্ববিদ্যালয়গুলোর সাথে খুবির কোলাবরেশন আরও বিস্তৃত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বিশেষজ্ঞরা উল্লেখ করেন, ইরান বিজ্ঞান ও প্রযুক্তিতে উন্নত। খুবি স্টুডেন্ট/স্টাফ এক্সচেঞ্জ ও গবেষণা কার্যক্রমে ইরানের সমর্থনে আন্তর্জাতিক মান অর্জন করতে পারে। একইসাথে ছাত্রীদের আবাসন সংকট দূরীকরণে ইরানের আধুনিক প্রযুক্তির সাহায্য নেওয়ার সম্ভাবনার কথাও উঠে আসে।

অনুষ্ঠানে রাষ্ট্রদূত এবং তাঁর সহধর্মিনীকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়। পরবর্তীতে তাঁরা ক্যাম্পাসের বিভিন্ন অংশ ঘুরে দেখেন।

ইরানের সহযোগিতায় খুবি শিক্ষা ও গবেষণায় নতুন মাত্রা পাবে বলে আশা করা হচ্ছে।

 

একুশে সংবাদ/বিএইচ

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!