পটুয়াখালীর বাউফলে সড়ক দুর্ঘটনায় এইচ.এম মিলন (৩২) নামের এক কৃষি কর্মকর্তা নিহত হয়েছেন। আজ রবিবার ভোর সাড়ে ছয়টার দিকে উপজেলার আফছেরের গ্যারেজ এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মিলন বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার উপ-সহকারি কৃষি কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন এবং বাউফল উপজেলার সূর্যমনি ইউনিয়নের ইন্দ্রকুল গ্রামের সাবেক ইউপি সদস্য শাহাবুদ্দিন হাওলাদারের ছেলে।
স্থানীয় সূত্র জানা গেছে, রবিবার ভোরে সিএনজি গাড়িতে মিলন কর্মস্থলে যাচ্ছিলেন। ঘটনাস্থলের বিপরীত দিক থেকে আসা একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ওই সিএনজির একাংশ দুমড়ে মুচড়ে যায়। এসময় মিলন গুরুত্বর আহত হয়। দ্রুত তাকে বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন বলেন, অ্যাম্বুলেন্স ও সিএনজির চালক পালিয়েছে এবং তাদের আটক করার চেষ্টা চলছে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :