ফরিদপুরের ভাঙ্গায় দশ ডাকাতি মামলার আসামিসহ আন্তজেলার ৭ জন ডাকাতকে গ্রেফতার করেছে ভাঙ্গা থানা পুলিশ। এ সময় ডাকাতি কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্রসহ চারটি পিকআপ জব্দ করেছেন।
আটককৃত ডাকাতরা হচ্ছে- ভাঙ্গা উপজেলার চরমুকডুবা এলাকার পারভেজ মুন্সি (২৭), শরীয়তপুর গোসাইরহাটের আরাফাত হোসেন (২৬), গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার শিবগাতি গ্রামের সোহেল কাজী (২৩), জুয়েল কাজী (২২), কোটালীপাড়ার ধোরার এলাকার মিন্টু শেখ (৫৫), সাগর (২৫), ও দশ ডাকাতি মামলার আসামি মাদারীপুরের রাজৈর উপজেলার শংকরদী গ্রামের মেহেদী হাসান (২৮)। এরা সকলেই আন্তজেলার পেশাদার ডাকাত। এদের বিরুদ্ধে বিভিন্ন জেলায় একাধিক ডাকাতির মামলা রয়েছে।
রবিবার দুপুরে প্রেস রিলিজ করে বিষয়টি নিশ্চিত করেন ভাঙ্গা থানা পুলিশ।
প্রেস রিলিজ সূত্রে জানা যায়, ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় মহাসড়ক থেকে মাছের ও গরুর গাড়িতে ডাকাতির ঘটনায় ভাংগা থানায় দুটি মামলা রুজ করা হয়। সেই থেকে ভাংগা থানা পুলিশ মহাসড়কে তৎপর থাকেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিভিন্ন অঞ্চল থেকে শনিবার রাতে তাদের আটক করা হয়। ডাকাত দলের কাছ থেকে চারটি পিকআপ গাড়ি ও রামদা চাকু ছোরা সহ বেশ কিছু দেশীয় অস্ত্র জব্দ করেন পুলিশ।
এ ঘটনায় পুলিশ জানান, আসামি পারভেজ ও আরাফাত ডাকাতির বিষয়ে আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দী দিয়েছেন।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :