AB Bank
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার


Ekushey Sangbad
উজ্জ্বল রায়, নড়াইল
১২:৫৪ পিএম, ২৩ ডিসেম্বর, ২০২৪
নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার

নড়াইলের লোহাগড়া থানা পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ দুইজন গ্রেফতার। মাদক ব্যবসায়ের সাথে জড়িত লাখি বেগম (২৮) নামের একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলার লোহাগড়া থানা পুলিশ। গ্রেফতারকৃত লাখি বেগম নড়াইল জেলার লোহাগড়া থানাধীন পূর্ব চর কালনা এস এম অহিদুজ্জামানের স্ত্রী। 

রবিবার (২২ ডিসেম্বর) নড়াইল জেলার লোহাগড়া থানাধীন পূর্ব চর কালনা সাকিনস্থ আসামীর নিজ বসতবাড়ি হতে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল লোহাগড়া থানার অফিসার ইনচার্জ  মোঃ আশিকুর রহমানের তত্ত্বাবধানে এসআই (নিঃ) শেখ মোঃ জাকির হোসেন ও এএসআই (নিঃ) রেশমা খাতুন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে লাখি বেগম (২৮) কে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামির নিকট থেকে তেপান্ন পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। অপরদিকে 

এছাড়া নড়াইল লোহাগড়া মাদক ব্যবসায়ের সাথে জড়িত সৈয়দ রাজু মিয়া (৩০) নামের একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলার লোহাগড়া থানা পুলিশ। গ্রেফতারকৃত সৈয়দ রাজু মিয়া (৩০) নড়াইল জেলার লোহাগড়া থানাধীন লাহুড়িয়া (ডহরপাড়া) গ্রামের সৈয়দ বাবর আলীর ছেলে।  শনিবার (২১ ডিসেম্বর) নড়াইল জেলার লোহাগড়া থানাধীন ২নং লাহুড়িয়া ইউনিয়নের তালুকপাড়া সাকিনস্থ জনৈক সোনা মিয়ার বাড়ীর সামনে পাঁকা রাস্তার উপর হতে তাকে আটক করা হয়। 

গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আশিকুর রহমানের তত্ত্বাবধানে এসআই (নিঃ) রবিউল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে সৈয়দ রাজু মিয়া (৩০) কে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামির নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য বিশ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। 

এ সংক্রান্তে লোহাগড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। 

নড়াইল জেলা পুলিশ সুপার কাজী এহসানুল কবীর মহোদয়ের নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

 

একুশে সংবাদ/বিএইচ

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!