গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার পল্লীতে ট্রাক্টরে বালু তোলার সময় বালুর নীচে চাপা পড়ে এক মাটিকাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) সকাল ১০টার দিকে এ ঘটনাটি ঘটে। মৃত শ্রমিকের নাম আব্দুল ওয়াহেদ (৫৫)। তিনি উপজেলার তালুককানুপুর ইউনিয়নের চন্ডিপুর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, সোমবার (২৩ ডিসেম্বর) সকাল ১০টার দিকে তালুককানুপুর ইউনিয়নের চন্ডিপুর গ্রামের পাশের করতোয়া নদীর তীর থেকে অবৈধভাবে তুলে রাখা বালু ট্রাক্টরে তোলা হচ্ছিল। বালু তোলার এক পর্যায়ে উপর থেকে হঠাৎ একটি বালুর স্তর ভেঙ্গে পড়লে আব্দুল ওয়াহেদ নীচে চাপা পড়েন। এ সময় তাকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসকের কাছে নেয়ার পথে তার মৃত্যু হয়।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ব্যাপারে একটি ইউডি মামলা হয়েছে। তবে অভিযোগ না থাকায় মরদেহ থানায় আনা হয়নি।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :