AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫, ২৭ চৈত্র ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ফরিদপুরে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) এর নাম পরিবর্তন


ফরিদপুরে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) এর নাম পরিবর্তন

আজ সোমবার বেলা ১১ টায় ফরিদপুর মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) এর ক্যাম্পাসে ম্যাটস এর নাম পরিবর্তন করে নতুন নাম “মেডিকেল ইনস্টিটিউট, ফরিদপুর” রাখা হয়েছে।

প্রতিষ্ঠানটির নাম পরিবর্তনের পর শিক্ষার্থীরা গণমাধ্যমকে জানান, আমরা মেডিকেল ডিপ্লোমার শিক্ষার্থী। আমাদের সার্টিফিকেটের দেওয়া থাকে ডিপ্লোমা ইন মেডিকেল ফ্যাকাল্টি। কিন্তু আমাদের প্রতিষ্ঠানটির নাম দিয়ে রেখেছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) যেটা কোন ভাবে কাম্য নয়। 

বাংলাদেশে অন্যান্য যতগুলি ডিপ্লোমা সেক্টর রয়েছে তাদের সাথে ইনস্টিটিউট যুক্ত করা হয় যেমন কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট, পলিটেকনিক্যাল ইনস্টিটিউট ইত্যাদি। যেহেতু আমরা মেডিকেল নিয়ে ডিপ্লোমা করছি তাই আমার আমাদের প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করে মেডিকেল ইনস্টিটিউট, ফরিদপুর রেখেছি। শুধু ফরিদপুর নয় বাংলাদেশে সর্বমোট ১৬ টি প্রতিষ্ঠান আছে, প্রত্যেকটির নাম পরিবর্তন করে মেডিকেল ইনস্টিটিউট করা হয়েছে।

নাম পরিবর্তনের এই কর্মসূচিতে প্রতিষ্ঠানটির সকল বর্ষের সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ/বিএইচ

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!