ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সমবায়ের উৎপাদিত সরিষা তেলের পরিচিতি ও বাজার সংযোগ বিষয়ে ব্যাসায়িক কর্মকশালা কর্মশালা হয়েছে।
সোমবার (২৩ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে কোষ্ট ফাউন্শেনের সহযোগীতায় রনশিয়া আইসিএম কৃষান-কৃষানী সমবায় সমিতির আয়োজনে অনষ্ঠিত দিনব্যাপী এ কর্মশালার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রমিজ আলম।
রনশিয়া আইসিএম কৃষান-কৃষানী সমবায় সমিতির সভাপতি আব্বাস আলী খানের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য দেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ লায়লা আরজুমান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নিহার রঞ্জন রায়, কোষ্ট ফাউন্ডেশনের বিজনেস ডেভেলপমেন্ট অফিসার জাহিদুল ইসলাম, অর্থ ও প্রশাসনিক কর্মকর্তা রাজির ভৌমিক, রনসিয়া আইসিএম সমিতির সাধারণ সম্পাদক জামিল খান, উপস সহকারী কৃষি কর্মকর্তা আব্দুর রহিম প্রমূখ।
কর্মশালায় কৃষক, ব্যবসায়ী, সাংবাদিক ও উদ্যোক্তা উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :