মানিকগঞ্জের হরিরামপুরে গভীর রাতে রাস্তায় ঘুরে ঘুরে শীতার্তদের পাশে দাঁড়িয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহরিয়ার রহমান। নিজ হাতে ছিন্নমূল দরিদ্র মানুষের গায়ে কম্বল জড়িয়ে দিয়েছেন তিনি।
সোমবার (২৩ ডিসেম্বর) রাতে উপজেলার মানিকনগর মদিনাতুল ইলুম মাদ্রাসা ও এতিমখানা, ঝিটকা সান্দারপাড়া (বেদে পল্লী) ও ঝিটকা রবিদাশপাড়া এলাকায় দেড় শতাধিক শীতবস্ত্র (কম্বল) সুবিধাবঞ্চিত অসহায় ব্যক্তিদের গায়ে জড়িয়ে দেন তিনি।
সরেজমিনে দেখা যায়, কনকনে শীতে চরম দুর্ভোগে রয়েছেন উপজেলার অনেক অসহায়, গরিব-দুঃখী শীতার্ত মানুষ। শীতার্ত মানুষের কষ্ট লাঘবে উপজেলার বিভিন্ন এলাকায় গভীর রাতে ঘুরে ঘুরে শীতার্ত মানুষের গায়ে কম্বল জড়িয়ে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
কনকনে শীতের মধ্যে হঠাৎ গায়ে শীতবস্ত্র পেয়ে ছিন্নমূল দুঃস্থ, অসহায় মানুষেরা আবেগে আপ্লুত হয়ে পড়েন। অনেকই কম্বল পেয়ে আবেগে উচ্ছ্বাস প্রকাশ করেন।
উপজেলা নির্বাহী অফিসার মো. শাহরিয়ার রহমান বলেন, গত কয়েকদিন যাবৎ এই এলাকায় তীব্র শীত পড়েছে। শীতে ছিন্নমূল ও দরিদ্র মানুষদের অনেকেরই শীতবস্ত্র কেনার সামর্থ্য নেই। প্রকৃত ছিন্নমূল ও দরিদ্রদের মাঝে বিতরণের লক্ষ্যে রাতের অন্ধকারে বের হয়ে আজ দেড় শতাধিক শীতবস্ত্র বিতরণ করেছি। পর্যায়ক্রমে সারা উপজেলায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অব্যাহত থাকবে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাহরিয়ার আশরাফ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মোঃ জহুরুল ইসলাম, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মো. আলতাফ হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. ইমরান হোসেনসহ প্রমুখ।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :