AB Bank
ঢাকা বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪, ১০ পৌষ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কয়রায় জামায়াত আমীরের আগমন উপলক্ষ্যে নানামুখী উদ্যোগ গ্রহণ


Ekushey Sangbad
কয়রা উপজেলা প্রতিনিধি, খুলনা
০৬:৪৪ পিএম, ২৪ ডিসেম্বর, ২০২৪
কয়রায় জামায়াত আমীরের আগমন উপলক্ষ্যে নানামুখী উদ্যোগ গ্রহণ

খুলনার ডুমুরিয়া উপজেলার আঠারো মাইল, কয়রা ও পাইকগাছায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের আগমন উপলক্ষ্যে সর্বত্রই উৎসবের আমেজ বিরাজ করছে। ইতোমধ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ছবি সংবলিত ত্রোণ, শত শত ব্যানার, ফেস্টুন ও পোস্টারে ছেয়ে গেছে গোটা এলাকা। দীর্ঘ দেড় যুগের বেশী সময়ের পর জামায়াতে ইসলামীর এই কর্মী সম্মেলন ও পথ সমাবেশকে ঘিরে দলটির নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ করছে।

সম্মেলন সফল করতে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানান বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) পাইকগাছা উপজেলা এবং বিকেলে কয়রা উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে পৃথক মতবিনিমকালে বলেন, আগামী ২৬ ডিসেম্বর আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের কয়রার কপোতাক্ষ কলেজ ময়দানে কর্মী সম্মেলন, পাইকগাছার গদাইপুর ফুটবল ময়দানে পথ সমাবেশ ও আঠারো মাইলের মোড়ের পথ সমাবেশ সফল করতে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে।

মাওলানা আবুল কালাম আজাদ বলেন, কয়রার কপোতাক্ষ কলেজ ময়দান কর্মী সম্মেলনের স্থান নির্ধারণ করা হলেও গোটা কয়রা হবে লোকে লোকারন্য হয়ে জনসমুদ্র। ফলে কয়রা উপজেলা ঘিরেই হবে কর্মী সম্মেলনের ময়দান। তিনি বলেন, কয়রার কর্মী সম্মেলনে লক্ষাধিক কর্মীর সমাগম ঘটবে ইনশাআল্লাহ। যা হবে স্মরণকালের ইতিহাস।

তিনি সাধারণ মানুষের উদ্দেশ্যে বলেন, জামায়াতে ইসলামী এমন এক বৈষম্যহীন ও ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করতে চায় যে সমাজে কেউ না খেয়ে থাকবে, আর কেউ অবৈধভাবে সম্পদ গড়ে বিদেশে পাচারের মাধ্যমে অর্থবিত্তের পাহাড় জমাবে এমন হবে না। আর কুরআন-সুন্নাহর আইনের মাধ্যমে এমন শান্তির সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব। যে সমাজে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করা হবে-সে সমাজই আমাদের কাঙ্খিত ও ইপ্সিত লক্ষ্য। তিনি সেই স্বপ্নের সমাজ বিনির্মাণে সকলকে জামায়াতে ইসলামীর পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

 

একুশে সংবাদ/বিএইচ

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!