টঙ্গীতে বিশ্ব ইজতেমার মাঠে ঘুমন্ত মুসল্লিদের ওপর সন্ত্রাসীদের অতর্কিত হামলা, হত্যার বিচার ও ইজতেমা মাঠ দখলের পাঁয়তারা এবং সাদ পন্থিদের নিষিদ্ধের দাবীতে মাদারীপুরের শিবচর উপজেলায় বিক্ষোভ মিছিল করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বেলা ১১ টায় উপজেলার কেন্দ্রীয় জামে মসজিদের সামন পরে হেফাজতে ইসলাম বাংলাদেশ, শিবচর ও সর্বস্তরের তৌহিদী জনতার ব্যানারে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এর আগে হাজার হাজার তৌহিদি জনতার ঢল নামে। সকালে বিভিন্ন মসজিদ ও মাদ্রাসা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে কেন্দ্রীয় জামে মসজিদের সামনে ৭১ সড়কে জমায়েত হয়।
এ সময় বক্তব্য রাখেন, পীর সাহেব বাহাদুরপুর হাফেজ মাওলানা মোহাম্মদ হাসান, জামিয়াতুস সুন্নাহ মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা নেয়ামতুল্লাহ ফরিদী, হেফাজতে ইসলামের মাদারীপুর জেলার সভাপতি মাওলানা আলী আহমাদ চৌধুরী, সাধারণ সম্পাদক মাওলানা আকরাম হোসাইন, ইসলামী আন্দোলন বাংলাদেশ শিবচর উপজেলা শাখার সভাপতি হাফেজ জাফর আহমেদ। মাওলানা হানজালা সাহেব, মাওলানা শাহ আলম তালুকদার, মাওলানা বজলুর রহমান, মুফতী জোবায়ের হোসেনসহ শীর্ষ ওলামায়ে কেরাম ও অন্যান্যরা।
এসময় উপস্থিত বক্তারা বলেন, অন্তর্বর্তী সরকারের ভাবমূর্তি নষ্ট করতে সাদ পন্থীরা টঙ্গীতে বিশ্ব ইজতেমার মাঠে ঘুমন্ত মুসল্লিদের ওপর হামলা, হত্যা করেছে। ইসলামের সব থেকে বড় শত্রু ইহুদি, আর এই ইহুদীদের উদ্দেশ্যে হাসিল করার জন্য সাদপন্থীরা রাতের অন্ধকারে নিরীহ মুসলমানদের উপর হত্যাযজ্ঞ চালিয়েছে। আমরা সাদপন্থি এই খুনিদের কে সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি করি।
বক্তারা আরও বলেন, ইজতেমা ময়দানে গভীর রাতে উগ্রসন্ত্রাসী সাদপন্থিদের হামলায় ৪ জন শহিদ, অসংখ্য আহত ও নিখোঁজের প্রতিবাদ এবং হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে শাস্তিসহ নিষিদ্ধের দাবি জানান। দাবি মানা না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাধ্যমে প্রধান উপদেষ্টার নিকট স্মারকলিপি পাঠান।
একুশে সংবাদ/এনএস
আপনার মতামত লিখুন :