মাগুরার শালিখায় উৎসব মুখর পরিবেশ আর নেতাকর্মীদের স্বত:স্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে গতকাল বিকালে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর উপজেলা শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা সদর আড়পাড়া কানুদার খালপাড় এলাকায় অনুষ্ঠিত এই সম্মেলনে সভাপতিত্ব করেন, জেলা জাসাসের যুগ্ম আহবায়ক মোঃ খাইরুজ্জামান সবুজ৷ এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা জাসাস এর আহবায়ক ত্র্যাডঃ আ,ন,ম কাজী সিরাজ উদ্দিন মিহির৷ অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন,জেলা জাসাস এর সদস্য সচিব এম ফেরদৌস রেজা৷ প্রধান বক্তা ছিলেন জেলা জাসাসের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মাসুদ সিদ্দিকী৷
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক আনিচুর রহমান মিল্টন, উপজেলা যুবদলের সদস্য সচিব মুন্সী নয়নুজ্জামান নয়ন,কৃষক দলের আহবায়ক ইলিয়াচ হোসাইন,স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহিদুর রহমান,শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক জামাল হোসেন, উপজেলা জাসাস এর সাবেক সভাপতি অধ্যাপক মোঃ মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক শহিদুজ্জামান চাঁদ,যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান,সহসাংগঠনিক সম্পাদক জিন্নাত হোসেন ৷
এছাড়াও সম্মেলনে উপজেলার ৭টি ইউনিয়নের জাসাস এর নেতাকর্মী উপস্থিত ছিলেন৷ কর্মী সম্মেলন শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ এতে সংগীত পরিবেশন করেন জেলা ও উপজেলা জাসাস এর নেতাকর্মীরা৷ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন,প্রভাষক আসাদুজ্জান আসাদ ও পলাশ শিকদার৷
একুশে সংবাদ/এনএস
আপনার মতামত লিখুন :