AB Bank
  • ঢাকা
  • বুধবার, ০৯ এপ্রিল, ২০২৫, ২৬ চৈত্র ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সিংগাইরের বায়রা উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী উদযাপন


Ekushey Sangbad
সিংগাইর উপজেলা প্রতিনিধি, মানিকগঞ্জ
০৫:৩৫ পিএম, ২৫ ডিসেম্বর, ২০২৪
সিংগাইরের বায়রা উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী উদযাপন

মানিকগঞ্জের সিংগাইরে ভাষা শহীদ রফিক উদ্দিন আহম্মেদের স্মৃতি বিজড়িত ঐতিহ্যবাহী বায়রা উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান উদযাপিত হয়েছে।

বুধবার ( ২৫ ডিসেম্বর) দিনব্যাপী ওই বিদ্যালয়ের ১৯৭৯ থেকে ২০০০ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা জাঁকজমকপূর্নভাবে এ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করেন। প্রথমে জাতীয় পতাকা উত্তোলন,পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর ব্যাচ ভিত্তিক শিক্ষার্থীরা তাদের স্কুল জীবনের নানা স্মৃতি চারণ করেন। পরে বিদ্যালয়ের প্রাক্তন মেধাবী শিক্ষার্থীদের মধ্যে গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ভিজিটিং প্রফেসর ড. সুনীল কুমার রায়,ম্যাঙ্গো গ্রুপের চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি ইঞ্জিনিয়ার আব্দুল মান্নান খান বক্তব্য দেন।

এ সময় বয়োবৃদ্ধ শিক্ষকদের মধ্যে আলোচনা করেন দেবাশীষ চন্দ্র সরকার ( মরন স্যার),অরুণানন্দ ভট্টাচার্য, শাহাদাৎ হোসেন মাষ্টার ও আব্দুল লতিফ মোল্লা। স্কুলে শিক্ষকতাকালীন সময়ের স্মৃতি চারণ করতে গিয়ে তারা আবেগাপ্লুত হয়ে পড়েন।

১৯৮৭ ব্যাচের প্রাক্তন ছাত্র সিংগাইর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বকর সিদ্দিকী ও সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক  আজিজুর রহমান বাদশার যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন পুনর্মিলনী উদযাপন কমিটির আহ্বায়ক বাংলাদেশ বিমান বাহিনীর( অবসর প্রাপ্ত) এয়ার কমোডর মো. সিদ্দিকুর রহমান। বিকেলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাপ্তি ঘোষণা করা হয় । 

 

একুশে সংবাদ/এনএস

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!