চাঁদপুরের হরিণা ফেরিঘাটের কাছে সারবোঝাই এমভি আল-বাখেরা জাহাজে সাত খুনের ঘটনায় গ্রেপ্তার হওয়া জাহাজের লস্কর আকাশ মণ্ডল ওরফে ইরফানকে (২৫) সাত দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
বুধবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় মামলার তদন্তকারী কর্মকর্তা চাঁদপুর নৌ পুলিশের পরিদর্শক মো. কালাম খাঁ চাঁদপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ফারহান সাদিকের আদালতে ১০ দিনের রিমান্ড চাইলে আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ও আদালতের এপিপি অ্যাডভোকেট শরীফ মাহমুদ সায়েম বিষয়টি গনমাধ্যমকে নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার আকাশ মণ্ডল ওরফে ইরফান বাগেরহাটের ফকিরহাট এলাকার জগদীশ মণ্ডলের ছেলে।
জামিন শুনানিকালে এপিপি অ্যাডভোকেট শরীফ মাহমুদ সায়েম, মাসুদ প্রধানীয়া, ইয়াসিন আরাফাত ইকরাম, শাহজাহান খান এবং আইনজীবী শামিম হোসেন, মিল্টন ও তোফায়েল উপস্থিত ছিলেন। তবে আসামিপক্ষে কোনো আইনজীবী ছিলেন না।
অ্যাডভোকেট শরীফ মাহমুদ সায়েম বলেন, এই সেভেন মার্ডার চাঁদপুর তথা সারা বাংলাদেশে একটি আলোচিত ঘটনা। ইতোমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় জাহাজের লস্কর আকাশ মণ্ডল ওরফে ইরফানকে গ্রেপ্তারের পর আদালতে হাজির করা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা ১০ দিনের রিমান্ড চাইলে আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আমরা শুনানি করেছি। এই হত্যার আরও কেউ জড়িত আছে কিনা এবং আলামত আছে কি না, তা উদ্ধারের জন্য আদালত ব্যাপক শুনানি নিয়েছে এবং তাকে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে প্রাথমিকভাবে তিনি এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদের পর আরও তথ্য বেরিয়ে আসবে বলে আশা করছি।
একুশে সংবাদ/এনএস
আপনার মতামত লিখুন :