AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বান্দরবানে ত্রিপুরা সম্প্রদায়ের ১৭ ঘর পুড়িয়ে দেওয়ার অভিযোগ


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, বান্দরবান
১০:৩৯ পিএম, ২৫ ডিসেম্বর, ২০২৪
বান্দরবানে ত্রিপুরা সম্প্রদায়ের ১৭ ঘর পুড়িয়ে দেওয়ার অভিযোগ

বান্দরবানের লামায় রাতের আধারে ত্রিপুরা সম্প্রদায়ের ১৭টি বসতঘর পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার দিবাগত গভীর রাতে লামা উপজেলার সরই ইউপির নতুন তংগোঝিরি পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, লামা উপজেলার সরইয়ের ইউনিয়নের তংগঝিরি পাড়ার এসপি বাগানে ত্রিপুরা সম্প্রদায়ের ১৯টি পরিবারের বসবাস করত। ১৯টি পরিবারের এই পাড়াটির নাম দেওয়া হয়েছিল তংগঝিরি নতুন পাড়া। বড়দিনের ধর্মীয় উৎসব উপলক্ষে পাড়ার সকলেই পার্শ্ববর্তী তংগঝিরি পাড়া গীর্জায় যায়। পাড়ায় কেউ না থাকার সুযোগে দুর্বৃত্তরা পাড়ার বসতঘরগুলোতে আগুন লাগিয়ে দেয়। এতে পাড়ার ১৭টি বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। কে বা কারা এ আগুন দিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি।

লামা উপজেলার নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) রুপায়ন দেব বলেন, ‘নতুন তংগঝিড়ি পড়ার ক্ষতিগ্রস্ত এলাকা সরেজমিনে পরিদর্শন করেছি। সেখানে হিংসাত্মকভাবে ১৭টি ঘর পুড়িয়ে দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের অভিযোগ দেওয়ার জন্য পরামর্শও দেওয়া হয়েছে। আপাতত ১৭টি পরিবারের জন্য কম্বল, খাদ্য ও প্রয়োজনীয় জিনিসপত্র দেওয়া হয়েছে।’

লামা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত ওসি) মো. এনামুল হক ভুঁইয়া বলেন, ‘লামায় সরই ইউনিয়নের দুর্গম তংগঝিড়ি এলাকায় এই আগুনের ঘটনা ঘটে। ৫ আগস্টের পর ভূমি সংক্রান্ত বিষয়ে পাল্টাপাল্টি অভিযোগ ও বেদখল সংক্রান্ত ঘটনা রয়েছে। যথাযথ তদন্ত করে দোষী ব্যক্তিদের আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করে যাচ্ছে।’

 

একুশে সংবাদ/এনএস 

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!