ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ছাত্র-জনতার অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের সমন্বয়ে ৯৪ সদস্যবিশিষ্ট জাতীয় নাগরিক কমিটির নাসিরনগর প্রতিনিধি ঘোষণা করা হয়েছে।
বুধবার সন্ধ্যায় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও সদস্য সচিব আখতার হোসেনের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিনিধি কমিটি জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ধারণ করে নতুন বাংলাদেশ বিনির্মাণে প্রতিশ্রুতিবদ্ধ। প্রতিনিধি কমিটির সদস্যরা হলেন- সোহাগ খালেদ,কাজী মুমিনুল হাসান, মোঃ পারভেজ মিয়া, মোঃ ছোয়াব মিয়া,সোহেল মিয়া,শরীফুল হাসান শিপন,সৈয়দ আহসানুল্লাহ,মোঃ ওমর ফারুক, জহিরুল ইসলাম,আলমগীর হোসাইন, মোঃ ফয়েজ, সোহেল রানা,এনায়েতুল্লাহ,সাইফুজ্জামান জনি,মোঃ হিজবুল্লাহ,মুস্তাসির রেজা,দিদার হোসেন চৌধুরী,নাজমুল হক,মোঃ দেলোয়ার হোসেন,আব্দুল্লাহ আল মামুন,আরিফুল ইসলাম,বোরহান উদ্দিন মোল্লা,মোশাহিদ মিয়া,মহসিন আকরাম,সাদ্দাম প্রমুখ।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে সেপ্টেম্বরে যাত্রা শুরু করে জাতীয় নাগরিক কমিটি। ‘অভ্যুত্থানের শক্তিকে সংগঠিত করে তারুণ্যনির্ভর’ নতুন রাজনৈতিক দল গঠনের লক্ষ্যে কাজ করছে নাগরিক কমিটি।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :