টাংগাইলে ধনবাড়ী উপজেলার খেলাফত মজলিসের ১২ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। গতকাল ধনবাড়ী উপজেলার ছাওতুল কুরআন মাদরাসা, ধনবাড়ীতে বাদ মাগরিব বাংলাদেশ খেলাফত মজলিসের আলোচনা সভা শেষে এই কমিটি গঠন করা হয়।
কমিটিতে সভাপতি হিসেবে মুফতি রফিক আহমেদ ও সাধারণ সম্পাদক হিসেবে হাফেজ রুহুল আমিন কে নির্বাচিত করা হয়েছে।
কমিটি গঠন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা কামরুল হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,টাংগাইল জেলা শাখার সাংগঠনিক সম্পাদক হাফেজ যায়েদ হাবীব, বাংলাদেশ খেলাফত যুব মজলিস টাঙ্গাইল জেলা শাখার সহ-সভাপতি মুফতি মাহফুজুর রহমান ও সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু বকর সিদ্দিক।
কমিটি গঠন অনুষ্ঠানে
বক্তারা বলেন, আমাদের দলের মূল শ্লোগান হচ্ছে, ধর্ম-বর্ণ-ভিন্নমত, সবার জন্য খেলাফত। দেশে খেলাফত ব্যবস্থা কায়েম হলে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের জন্য বৈষম্য বিরোধী সমাজ ও রাষ্ট্রীয় সুবিধা নিশ্চিত হবে। তাই বাংলাদেশ খেলাফত মজলিসের প্রতিটি কর্মীকে ঘরে ঘরে খেলাফতের দাওয়াত পৌঁছে দিতে হবে।
অনুষ্ঠানে বাংলাদেশ খেলাফত মজলিস ধনবাড়ী শাখার দায়িত্বশীলবৃন্দ ও যুব মজলিস এবং ছাত্র মজলিসের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :