AB Bank
ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

লালমনিরহাটে উষ্ণতা ছড়াতে বাংলাদেশ ট্রাফিক অ্যাওয়ারনেস ক্লাব


Ekushey Sangbad
শেখ রনদ সিমান্ত, কালীগঞ্জ, লালমনিরহাট
০২:৫১ পিএম, ২৬ ডিসেম্বর, ২০২৪
লালমনিরহাটে উষ্ণতা ছড়াতে বাংলাদেশ ট্রাফিক অ্যাওয়ারনেস ক্লাব

ছয় ঋতুর দেশ বাংলাদেশ। সেই অনুযায়ী এখন চলছে শীতকাল। এরমধ্যে দেশের অন্যান্য জায়গার তুলনায় উত্তরবঙ্গে শীতের মাত্রা অনেক বেশি। এরই পরিপ্রেক্ষিতে রংপুর বিভাগের লালমনিরহাটে বাংলাদেশ ট্রাফিক অ্যাওয়ারনেস ক্লাব আয়োজন করে "উষ্ণতা বিতরণ ‍‍`২৪" এর। এই ইভেন্ট অনুষ্ঠিত হয় "ওল্ড ফৌজিয়ান এসোসিয়েশন"-র সৌজন্যে। 

লালমনিরহাটের প্রত্যন্ত গ্রাম ও চর অঞ্চলে শীতের প্রকোপ বেশি হওয়ায় এখানকার নয়টি মাদরাসা ও এতিমখানার সুবিধাবঞ্চিত শিক্ষার্থী এবং চর এলাকার মানুষজনের মধ্যে মোট ২৭০টি কম্বল বিতরণ করা হয়। এমন মহতী উদ্যোগে উপস্থিত সকলেই ক্লাবের ভূয়সী প্রশংসা করেন। 

ক্লাবের মিডিয়া প্রধান আব্দুল্লাহ জুলকারনাঈনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ইউপি মেম্বার আবুল কালাম আজাদ, তিনি বলেন, এই ক্লাব কিভাবে এখানকার মানুষের দুর্দশার খোঁজ পেলো এরপর থেকে তাদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে মানবিক দৃষ্টিকোণ থেকে। 

মদাতী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল কাদের বলেন, গতমাসেও চর অঞ্চলের বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র কৃষকদের যাবতীয় সার ও বীজ দিয়ে গেলো আবার একমাসের মধ্যে হাজির হলো অসহায় মানুষের শীতের তীব্রতায় কষ্টের কথা ভেবে, কিভাবে এরা খবর নিলো এরপর থেকে তাদের একের পর এক কাজ আমাকে মুগ্ধ করেছে। মহান আল্লাহ এর উত্তম প্রতিদান দিক তাদের এবং উপস্থিত সকলের পক্ষ থেকে ক্লাবের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন তিনি। এছাড়াও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা এবিএম আবদুল মান্নান, চামটাহাট মাদ্রাসার মুহতামিম আবদুর রহিম, ক্লাবের মিডিয়া প্রধান আব্দুল্লাহ জুলকারনাঈন। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মদাতী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল কাদের, ইউপি মেম্বার আবুল কালাম আজাদ, চামটাহাট মাদ্রাসার মুহতামিম আবদুর রহিম, ক্লাবের ভাইস প্রেসিডেন্ট দিদারুল ইসলাম ইমরান, মিডিয়া বিভাগের প্রধান আব্দুল্লাহ জুলকারনাঈন, ক্লাব মেম্বার সাকিবুল ইসলাম এবং নয় মাদ্রাসার দায়িত্বপ্রাপ্ত শিক্ষকসহ আরো অনেকে। দু‍‍`আ এবং মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

উল্লেখ্য, বাংলাদেশ ট্রাফিক অ্যাওয়ারনেস ক্লাব গত নভেম্বর মাসে বন্যা পুনর্বাসনের অংশ হিসেবে লালমনিরহাট জেলার চর অঞ্চলের হতদরিদ্র ৪৩জন কৃষককে এক সিজনের জন্য যাবতীয় সার ও বীজ প্রদান করে।

 

একুশে সংবাদ/বিএইচ

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!