অভয়নগর উপজেলার সাংবাদিক, মুক্তিযোদ্ধা, ছাত্র প্রতিনিধি, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেছেন যশোর জেলার নবাগত জেলা প্রশাসক মোঃ আজাহারুল ইসলাম। উপজেলা প্রশাসনের আয়োজনে ২৬ মার্চ দুপুরে উপজেলা পরিষদ হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার জয়দেব চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ আজাহারুল ইসলাম।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভুমি) আব্দুল্লাহ আল ফারুক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আলিমুর রাজিব, উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খাতুন, অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমাদুল করিম, নওয়াপাড়া সরকারি কলেজের অধ্যক্ষ রবিউল হাসান, উপজেলা আইটি অফিসার আহসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মুশফিকুর রহমান, সমবায় অফিসার মোঃ উবায়দুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা রাজকুমার পাল, নওয়াপাড়া পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, অভয়নগর থানা বিএনপির সভাপতি ফারাজী মতিয়ার রহমান, সাধারণ সম্পাদক গোলাম হায়দার, পৌর বিএনপির সভাপতি আবু নঈম মোল্যা।
বক্তারা যশোর খুলনা মহাসড়কে যানজট, ভবদহ এলাকায় জলাবদ্ধতা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়কের যানজট, রাস্তা দখল করে দাঁড় করিয়ে রাখা ট্রাকগুলো সরিয়ে নেওয়ার দাবী জানান। প্রধান অতিথি জেলা প্রশাসক মনোযোগ দিয়ে এ সব সমস্যার কথা শোনেন এবং দ্রুত সমাধানের আশ্বাস দেন।
মতবিনিময় সভায় মুক্তিযোদ্ধা, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মচারী, ইউপি চেয়ারম্যানগণ, সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :