রাজীবপুর উপজেলার কোদালকাটি ইউনিয়ন থেকে শুভ সরকার নামের এক ছাত্রলীগ নেতাকে আটক করেছে রাজীবপুর থানা পুলিশ। আটক শুভ গাজীপুর জেলার ভাওয়াল বদরে আলম সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ শাখার শহীদ তাজ উদ্দিন হলের সাবেক ছাত্রলীগ সভাপতি
বুধবার (২৫ ডিসেম্বর ) দিবাগত রাতে রাজীবপুর উপজেলার কোদালকাটি ইউনিয়নের পাখিউড়া বাজার থেকে তাকে আটক করা হয়।
সাবেক ছাত্রলীগ নেতা শুভ সরকার ওরফে সোনা মিয়া রাজীবপুর উপজেলার কোদালকাটি ইউনিয়নের দক্ষিণ চর সাজাই গ্রামের আজাদ আলীর পুত্র। গত (৭অক্টোবর) রাজীবপুর থামায় করা একটি চাঁদাবাজি ও মাছ চুরির মামলায় তাকে আটক করা হয়েছে বলে জানায় পুলিশ।
গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে রাজীবপুর থানার অফিসার্স ইনচার্জ (ওসি তদন্ত) আশরাফুল ইসলাম বলেন, চাঁদাবাজি ও মাছ চুরির মামলায় তাকে আটক করে গতকাল বৃহস্পতিবার সকালে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, ২০১৫ সালে চাঁদাবাজি ও পুকুরের মাছ চুরির ঘটনায় বিএনপি সমর্থক বদিউজ্জামান বাদী হয়ে ১১ জনের নামে একটি মামলা দায়ের করেন। সেখানে অজ্ঞাত আসামী করা হয় আরও ৩০-৪০ জনকে। এ মামলায় রাজীবপুর উপজেলা আওয়ামীলীগের ধর্মীয় বিষয়ক সম্পাদক আজাদ খান কে গ্রেপ্তার করেছে পুলিশ।
ওই মামলায় রাজীবপুর উপজেলা আ`লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের ১৭ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :