বোয়ালখালীতে অষ্টপ্রহরব্যাপী সার্বজনীন মহানামযজ্ঞ মহোৎসব উদযাপন করা হয়েছে।
বুধবার (২৫ ডিসেম্বর) পূর্ব গোমদন্ডী বোয়ালখালী পৌরসভার ৩নং ওয়ার্ডস্থ সেবাখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে শ্রী শ্রী গোবিন্দ মহারাজ ধামে চট্টগ্রামের বৈষ্ণবকুল চূড়ামনি ও বৈষ্ণব ধর্মের ধারক ও বাহক শ্রীশ্রী গোবিন্দ মহারাজজীর তিরোধান তিথি স্মরণে মহতী ধর্মসভা ও অষ্টপ্রহরব্যাপী সার্বজনীন মহানামযজ্ঞ মহোৎসব ধর্মীয় রীতিনীতি ও ভাব গাম্ভীর্যের মাধ্যমে যথাযথ মর্যাদায় উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে সন্ধ্যা ছয়টায় গোবিন্দ মহারাজ ধাম মহোৎসব উদযাপন পরিষদের সভাপতি রিটন চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিঠন চৌধুরীর উপস্থাপনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত উপমহাদেশের প্রখ্যাত ঢোলবাদক কিংবদন্তি শিল্পী বিনয়বাঁশী জলদাসের পুত্র আন্তর্জাতিক ঢোলবাদক ও বহুমাত্রিক শিল্পী বাবুল জলদাস, বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শিল্পী ও সংগঠক বিপ্লব জলদাস, বোয়ালখালী থানার এএসআই মোহাম্মদ আব্দুল মতিন, মোঃ আব্দুল রাহিম, শিল্পীগোষ্ঠীর সাংগঠনিক সম্পাদক আশুতোষ দাশ, সাংস্কৃতিক সম্পাদক শিল্পী বিধান দাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক শিল্পী দোলন জলদাস, গোবিন্দ মহারাজ ধাম মহোৎসব উদযাপন পরিষদের কার্যকরী সভাপতি উজ্জ্বল চৌধুরী, সহ-সভাপতি বিপ্লব চৌধুরী, কোষাধ্যক্ষ দুর্লভ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সনজিত চৌধুরী, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আশীষ চৌধুরী, টিটু চৌধুরী প্রমূখ।
আলোচনার শুরুতে দেশ ও জাতি সকলের কল্যাণে মহান সৃষ্টিকর্তার নিকট সমবেত প্রার্থনা করা হয়।
সভায় অতিথিরা বলেন ধর্মীয় শিক্ষা ব্যতীত কেহ নীতি-নৈতিকতায় সমৃদ্ধ হতে পারে না। ধর্মীয় উৎসব ও অনুষ্ঠানের মাধ্যমে পুণ্য অর্জন হয়। পুণ্য দ্বারা মানুষের জীবনে সুখ ও শান্তি প্রাপ্ত হয়।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :