বাগেরহাটের রামপাল উপজেলার ৭নং পেড়িখালী ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান হাওলাদার রফিকুল ইসলাম মৃত্যুবরণ করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। দীর্ঘদিন ধরে তিনি নানাবিধ রোগে আক্রান্ত ছিলেন।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুর ২.০০ টার দিকে খুলনার এম. আর. খান ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন।
জানা গেছে, চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবুল পেড়িখালী ইউনিয়ন থেকে ৪ বারের নির্বাচিত ও জনপ্রিয় চেয়ারম্যান। এছাড়াও তিনি রামপাল উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ পুত্র ও ১ কন্যা সন্তানসহ আত্বীয়-স্বজন অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রাত ১০ টায় জানাজা নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। তার মৃত্যুকে এলাকায় শোকের ছাঁয়া নেমে এসেছে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :