ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা পায় প্রায় ৭শতাধিক রোগী।
বৃহস্পতিবার উপজেলার বুড়িশ্বর ইউনিয়ন পরিষদের সামনে বিশিষ্ট শিশু রোগ বিশেষজ্ঞ ডা. চৌধুরী শামসুল হক কিবরিয়া(পাভেল) এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে।
ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্ভোধনী অনুষ্ঠানে ডা. চৌধুরী শামসুল হক কিবরিয়া(পাভেল) এর সভাপতিত্বে ফ্রী মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন করেন জেলা বিএনপির সদস্য শফিকুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন ডা.কাজী মো.হাফিজুর রহমান।। এসময় বিশেষ অতিথি উপস্থিত ছিলেন নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শফিকুল ইসলাম,বুড়িশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল চৌধুরী প্রমুখ।
চিকিৎসা নিতে আসা জয়নাল নিয়া বলেন, আমরা গরীব মানুষ, শুনছি এখানে ভালা শিশু ডাক্তার আইছে।হের লেইগ্যা আমার পুলাডারে লইয়া আইছি ডাক্তার দেখাইতাম।
ওষুধও দিবো ফ্রি । তাই ডাক্তার দেখাইতে আইছি। তিনজন ডাক্তার দেখাইছি।
ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজক ডা. চৌধুরী শামসুল হক কিবরিয়া(পাভেল) বলেন, এটা আমার এলাকা। আমি প্রতি সপ্তাহে একদিন শুক্রবার এলাকায় রোগী দেখি। কিন্তু আমার গ্রামের অনেক মানুষ চেম্বারে গিয়ে রোগী দেখাতে পারে না। যেহেতু আমি একজন ডাক্তার, চেয়েছি আমার এলাকার মানুষের কাছে বিনামূল্যে চিকিৎসা সেবা পৌঁছে দিতে।
সকাল ৯টা থেকে বিকেল পর্যন্ত গাইনী, মেডিসিন,শিশুসহ কয়েকজন বিশেষজ্ঞ ডাক্তার এ চিকিৎসা প্রদান করেন। ডাক্তারের মাধ্যমে বিনামূল্যে রোগ নির্ণয় করে রোগীদের বিনামূল্যে, ওষুধ বিতরণ করা হয়।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :