AB Bank
ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ১২ পৌষ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শ্রীমঙ্গলে বায়তুল আমান দারুল উলুম মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও সংবর্ধনা


শ্রীমঙ্গলে বায়তুল আমান দারুল উলুম মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও সংবর্ধনা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের কালিঘাট রোডে অবস্থিত বায়তুল আমান দারুল উলুম মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে মাদরাসা মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে বিপুল উৎসাহ-উদ্দীপনা ও শিক্ষার্থীদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে।

মাদরাসা ও মসজিদ পরিচালনা কমিটির সভাপতি শাহিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বায়তুল আমান জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ ইউসুফ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শ্রীমঙ্গল পৌরসভার ৩ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. জিনু মিয়া, শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রিন্সিপাল এহসান বিন মুজাহির, বায়তুল আমান জামে মসজিদ পরিচালনা কমিটির সিনিয়র সহ-সভাপতি মাওলানা আয়েত আলী, মো. হানিফ চৌধুরী ও শাহ আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাদরাসার রেজিস্ট্রার মাওলানা মাহবুবুল আলম বাশার। 

অনুষ্ঠানে কেন্দ্রীয় সনদ পরীক্ষায় তৃতীয় শ্রেণিতে জিপিএ-৫ প্রাপ্ত ৭ জন শিক্ষার্থীকে ক্রেস্টসহ সংবর্ধনা দেওয়া হয়। বিশেষভাবে, সিলেট জোনে সেরা ফল অর্জনকারী আছমা খাতুনের কৃতিত্বকে বিশেষভাবে তুলে ধরা হয়।

এছাড়া, মাদরাসার সেরা নূরানি শিক্ষক আব্দুল ওয়াহিদকে বিশেষ ক্রেস্ট প্রদান করা হয় এবং সেরা মহিলা অভিভাবককে ‘উম্মুল খাস্সাতু’ পুরস্কারে সম্মানিত করা হয়। মাদরাসার পক্ষ থেকে মহিলা অভিভাবকদের জন্য পৃথক আয়োজনের ব্যবস্থা করা হয়, যা অভিভাবকদের সন্তুষ্টি অর্জনে ভূমিকা রাখে।

মাদরাসা ও মসজিদ পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, শিক্ষকমণ্ডলী, অভিভাবকগণ এবং শুভাকাঙ্ক্ষীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রায় তিন শতাধিক শিক্ষার্থী ও অতিথির উপস্থিতিতে পুরো অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়।

উল্লেখ্য, বায়তুল আমান দারুল উলুম মাদরাসা ২০২১ সালের ১০ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। চলতি বছর নূরানি তালিমুল কুরআন বোর্ড চট্টগ্রাম এর অধীনে কেন্দ্রীয় সনদ পরীক্ষায় এ মাদরাসার ৭ জন শিক্ষার্থী তৃতীয় শ্রেণিতে অংশগ্রহণ করে কৃতিত্ব অর্জন করেছে। মাদরাসায় বর্তমানে হিফজ, নাজেরা এবং চতুর্থ শ্রেণি পর্যন্ত শিক্ষা কার্যক্রম চালু রয়েছে।

মাদরাসার সভাপতি মোহাম্মদ শাহিন আহমেদ বলেন, দ্বীনি শিক্ষার প্রসারে আমাদের মাদরাসাটি কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও আমরা শিক্ষার মান উন্নয়নে কাজ করবো।

 

একুশে সংবাদ/বিএইচ

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!