ফরিদপুর সদরপুরে জোর করে ঘর নির্মান ও জমি জবর দখলের অভিযোগ পাওয়া গেছে। সদরপুর উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নের দক্ষিন আলমনগর গ্রামে সালমা বেগমের ওয়ারিশকৃত সম্পত্তিতে রাতের আধারে টিন সেডের ঘর নির্মানের জমি দখলের ঘটনা ঘটে।
চরবিষ্ণুপুর ইউনিয়নের দক্ষিন আলমনগর গ্রামে সালমা বেগমের থানার অভিযোগ সূত্রে জানা যায়, শাহ মোঃ এনামুল হক, পিতাঃ মোঃ মতিয়ার রহমান এর বিরুদ্ধে অভিযোগ করেন ২৮নং দক্ষিন আলমনগর মৌজার বি.এস ৪৬৭, ৪৬৮নং খতিয়ানে বি.এস ৮৯০ ও ৯০৭ নং দাগে জমি ৩৫৫.০০ শতাংশ ওয়ারিশকৃত সম্পত্তির মধ্যে ১৭.০২ শতাংশ ক্রয় করেন শাহ মোঃ এনামুল হক। সে ১৭.০২শতাংশ জমি ক্রয় করে । উক্ত সম্পত্তি নিয়ে বিজ্ঞ আদালতে বাটায়ারা ও পেনশন মামলা চলমান মামলা নং দেওয়ানী ১৩৩ ও মিস ও কেস নং ৯/২৪।
সালমা বেগম বলেন- শাহ মোঃ এনামুল হক ১৭.০২শতাংশ জমি ক্রয় করে সীমানা নির্ধারন না করিয়া আনুমানিক ১১.০০ শতাংশ জমিতে জোর পূবক দখল করিয়া ঘর দরজা নির্মান করে। আমি বাধা দিলে আমাকে অকথ্যভাষায় গালিগালাজ করে এবং আমাকে খুন জখমের হুমকি দেয় এলামুল।
বিজ্ঞ আদালত এনামুলকে ১৪দিনের মধ্যে কেন মামলা চলমান থানায় ঘর দরজা নির্মান করেছে তার কারন দর্শানের জন্য বলা হলে ও সে জোর করে কাজ করে যাচ্ছে।
বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। সদরপুর থানার ওসি মোঃ আব্দুল মোতালেব হোসেন বলেন, জমি-জমা সংক্রান্ত বিষয় বিজ্ঞ আদালত ছাড়া মুখের কথায় কখনো কোন সমাধান হয় না, আর কেউ কারও জমিতে জোর করে বাড়ী করলেই সেটার মালিক হওয়া যাবে না, যা আইন সম্মতও নয়। বাদী সালমা বেগমের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :