সিরাজগঞ্জের উল্লাপাড়ায় চৌবিলায় ব্রীজের ক্ষতি হয়েছে। বাজারের দক্ষিণ পাশের ব্রীজের দুপাশের রেলিং এর বেশী ভাগ ভেঙ্গে গেছে। বিভিন্ন বাহনের চালকেরা সতর্কতায় ধীর গতিতে ব্রীজটি পার হন বলে জানা গেছে।
উপজেলার সলঙ্গা ইউনিয়নের চৌবিলা বাজার ঘেষে দক্ষিণ পাশ দিয়ে বয়ে যাওয়া ঝবঝবিয়া ( গাঢ়দহ ) খালের উপর এলজিইডি থেকে বিগত ১৯৯৬ সালে খাল খনন কর্মসূচীর আওতায় ৩০ মিটার দীর্ঘ ব্রীজ নির্মাণ করা হয়।
ব্রীজটির গায়ে সাটানো ফলক থেকে জানা গেছে এর নির্মাণ কাজে ব্যায় বরাদ্দের পরিমাণ প্রায় ২০ লাখ ৮৬ হাজার টাকা। চৌবিলা বাজার থেকে ব্রীজটি পেরিয়ে ঝপঝপিয়া বাজার হয়ে উপজেলা সদরের সাথে সড়ক পথের সরাসরি যোগাযোগ ব্যবস্থা আছে।
সরেজমিনে গিয়ে জানা ও দেখা গেছে ব্রীজটির দুপাশের রেলিং এর বেশী অংশ ভেঙ্গে গেছে। রেলিং নাই হয়ে গেছে। আবার রেলিং এর ঢালাই ভেঙ্গে লোহার বের হয়ে আছে। রেলিং আরো ভাঙ্গছে বলে এলাকার লোকজন জানান। ব্রীজ পার হওয়াকালে ইজিবাইক , অটো রিকসা ভ্যান চালকেরা বেশ সতর্ক থাকেন। তারা কম গতিতে বাহন চালান। ব্রীজটি চওড়া কমে ট্রাক ও বড় ধরণের কোনো যানবাহন পারাপার হওয়া যায় না।
চৌবিলা বাজারের ব্যবসায়ী মো. ইসমাইল হোসেন , দেলোয়ার হোসেন বলেন ব্রীজটির রেলিং এর ভাঙ্গন ক্ষতিতে বাহন নিয়ে বেশ সতর্কতায় সবাই পার হন। আর কম চওড়া হওয়ায় বড় ধরণের ট্রাক ও অন্যান্য বাহন চলে না। বাজারে ব্যবসায়ীদের মালামাল ছোটো ট্রাক কিংবা অন্য বাহনে আনতে হয়। এরা দুজন ছাড়াও চৌবিলা বাজারের অনেকেই বলেন ক্ষতি হওয়া ব্রীজটি মেরামত আর বেশী চওড়ার নতুন ব্রীজ নির্মাণ হলে তাদের সব দিক থেকেই সুবিধা হবে। উপজেলা প্রকৌশলী আবু সায়েদ বলেন সরেজমিনে দেখে মেরামতের উদ্যোগ নেওয়া হবে ।
একুশে সংবাদ/এনএস
আপনার মতামত লিখুন :