মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলার দারুল উলুম সিংহেরহাটি ইসলামিক রিসার্চ সেন্টারের আয়োজনে শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। এছাড়া পরীক্ষায় ১ম থেকে ৫ম স্থান অর্জনকারী ও শ্রেণিকক্ষে সর্বোচ্চ উপস্থিত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
শুক্রবার সকালে এ উপলক্ষে আলোচনা সভায় দারুল উলুম সিংহেরহাটি ইসলামিক রিসার্চ সেন্টারের প্রতিষ্ঠাতা ও পরিচালনা কমিটির সভাপতি মো. মোখলেস আলম দপ্তরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মুফতি ইব্রাহিম খলিল হাজীপুরী ও বিশেষ অতিথি ছিলেন জাপানপ্রবাসী নুর আলম ঢালী ও দানেশ খলিফা।
দারুল উলুম সিংহেরহাটি ইসলামিক রিসার্চ সেন্টারের পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান মিঠুর সঞ্চালনায় স্বাগত ইসলামিক রিসার্চ সেন্টারের প্রিন্সিপাল মো. হাফিজুল ইসলাম। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মো. আবুল হোসেন, মো. ইউনুস, মো. ওয়াসিম মৃধা, মিজানুর রহমান ঝিলু প্রমুখ। আলোচনা শেষে অতিথিরা বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন।
একুশে সংবাদ/এনএস
আপনার মতামত লিখুন :