সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির ৪০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে চেম্বার অব কমার্সের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভার সদস্যদের মৌখিক ভোটে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর বাচ্চুকে চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি রুমানা মাহমুদ।
এসময় তিনি বলেন, ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকার প্রধান হাসিনা সব ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়ে ভারতে পালিয়ে গেছে। সব ব্যবসা প্রতিষ্ঠানকে পুনর্জীবিত করতে হবে। বিশেষ করে সিরাজগঞ্জের শিল্পপার্ক, ইকোনোকি চালুর মাধ্যমে উত্তরবঙ্গে অর্থনীতিকে সচল করতে হবে।
সিরাজগঞ্জের ব্র্যান্ড তাঁত শিল্প, চামড়া শিল্প, মরিচসহ বিভিন্ন পণ্য দেশ ও দেশের বাইরে রপ্তানির মাধ্যমে অর্থ উপার্জনে ব্যবসায়ীদের প্রধান ভুমিকা রাখতে হবে। সভায় চেম্বারের সদস্য ছাড়াও প্রিন্ট ও ইল্ট্রেনিক্স মিডিয়ার সংবাদকর্মীরা অংশগ্রহন করেন।
একুশে সংবাদ/এনএস
আপনার মতামত লিখুন :