AB Bank
ঢাকা শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের অবৈধ ব্যবসা প্রতিষ্ঠান ও স্থাপনা উচ্ছেদ


চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের অবৈধ ব্যবসা প্রতিষ্ঠান ও স্থাপনা উচ্ছেদ

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের শাহরাস্তি এলাকায় ৫ শতাধিক অবৈধ স্থাপনা ও ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করা হয়েছে।

বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শাহরাস্তি উপজেলার শাহরাস্তি গেইট দোয়াভাঙ্গা এলাকায় জেলা প্রশাসন ও সওজ সড়ক বিভাগ চাঁদপুরের যৌথ উদ্যোগে সড়কের জায়গায় গড়ে ওঠা এসব অবৈধ ব্যবসা প্রতিষ্ঠান ও স্থাপনা উচ্ছেদ করা হয়।

এর ক’দিন আগে উপজেলার ওয়ারুক বাজার, দোয়াভাঙ্গা ও কালিয়াপাড়া বাজার থেকে ব্যবসায়ীদের নিজ দায়িত্বে এসব স্থাপনা সরিয়ে দেয়ার নির্দেশ দেয়া হয়। গত মঙ্গলবার থেকে শুরু হয়েছে এ অভিযান।

উচ্ছেদ অভিযানে জেলা প্রশাসনের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ইয়াসির আরাফাত ও সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা চৌধুরী।

নির্বাহী কর্মকর্তা বলেন, সড়কের দুপাশে সড়ক ও জনপথ বিভাগের যে সকল জায়গা দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করা হয়েছে, জেলা প্রশাসকের নির্দেশে আমরা উক্ত জায়গা দখলমুক্ত করছি। অভিযানে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসনে কোনো ব্যবস্থা নেয়া হবে কিনা জানতে চাইলে তিনি জানান, নিয়ম মেনে আবেদন করলে তারা সরকারি সুবিধা পেতে পারেন।

দোয়াভাঙ্গার স্থানীয় বাসিন্দারা জানান, এর আগেও উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছিলো। কিন্তু কয়েকদিন পরে আবারও সড়কের এই জায়গা অবৈধভাবে দুপাশ দখল হয়ে যায়। উচ্ছেদ করে সরকারের যে অর্থ ও সময় ব্যয় হয় সেটির ফলাফল আর পাওয়া যায় না।

সওজ সড়ক উপ-বিভাগ চাঁদপুরের উপ-বিভাগীয় প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) ওয়াছিউদ্দিন আহমেদ জানান, গত নভেম্বর মাস থেকে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ উপজেলার বাকিলা বাজার হতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভি শুরু হয়েছে। পর্যায়ক্রমে সড়কের সব জায়গা দখলমুক্ত করা হবে।

 

একুশে সংবাদ/এনএস

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!