AB Bank
ঢাকা শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঈশ্বরগঞ্জের ইতিবৃত্ত ও অজানা কিছু ইতিহাস ( পর্ব-২)


ঈশ্বরগঞ্জের ইতিবৃত্ত ও অজানা কিছু ইতিহাস ( পর্ব-২)

ঈশ্বরগঞ্জের নামকরণের বয়স প্রায় পৌনে দুই শত বছর।  তবে ‘ঈশ্বরগঞ্জ‍‍` নামটি কীভাবে এলো, তা ১ম পর্বে প্রকাশ করা পর ২য় পর্বে পর্যাক্রমে ইতিহাসের কিছু তথা উপাদান সংগ্রহ করে ময়মনসিংহের গৌরীপুরস্থ এসিক এসোসিয়েশন (ACECC Association ), ক্রিয়েটিভ এসোসিয়েশন হিস্টোরিক্যাল সোসাইটি এন্ড লাইব্রেরি এবং দি ইলেক্টোরাল কমিটি ফর পেন অ্যাওয়ার্ড অ্যাফেয়ার্স কয়েক বছর ধরে গবেষণা করে আসছে। সরেজমিন ও গবেষণার মাধ্যমে ঈশ্বরগঞ্জের ইতিহাস ও ঐতিহ্যের শেকড়সন্ধানী তথ্য ধারাবাহিকভাবে উপস্থাপন করা হলো।


নারী জমিদার বিশ্বেশ্বরী দেবীর আমলে ঈশ্বরগঞ্জের উন্নয়নঃ

মোমেনসিং ও জাফরশাহী পরগানার জায়গীরদার, গৌরীপুরের বারেন্দ্র ব্রাহ্মণ জমিদারদের প্রতিষ্ঠাতা শ্রীকৃষ্ণ চৌধুরী বংশের ষষ্ঠ পুরুষ ও গৌরীপুর রাজবাড়ির চতুর্থ জমিদার রাজেন্দ্র কিশোর রায়চৌধুরী ১৮৭৩ খ্রিঃ (বাংলা ১২৮০ সালে) ২৪ বছর বয়সে নিঃসন্তান অবস্থায় মৃত্যুবরণ করেন। রাজেন্দ্র কিশোরের মৃত্যুর পর তার স্ত্রী বিশ্বেশ্বরী দেবী সমস্ত সম্পত্তির অধিকারী হলেন।

পরবর্তীতে বিশ্বেশ্বরী দেবীর পতির জলপিন্ড সংস্থানের জন্য অর্থাৎ উত্তরাধিকার হিসেবে পুরুষ দ্ধারা জমিদারী পরিচালনার জন্য ১৮৭৭ খ্রিস্টাব্দে (বাংলা ১২৮৪ সালে) রাজশাহীর বালিহার গ্রাম নিবাসী হরিপ্রসাদ ভট্টাচার্যের পুত্র ব্রজেন্দ্র কিশোরকে দত্তক পুত্র হিসেবে গ্রহণ করেন। ব্রজেন্দ্র কিশোরের পূর্ব নাম ছিল রজনীপ্রসাদ ভট্টাচার্য।

তিনি অতি অল্প বয়সে দত্তক গৃহীত হয়েছিল।  ‍‍`রায়চৌধুরী‍‍` উপাধি ধারণ করার আগে ১২৮১ বঙ্গাব্দের ২৯ বৈশাখে (ইংরেজি ১২ মে, ১৮৭৪ সালে) রাজশাহী বিভাগের নওগাঁ জেলার  বালিহার গ্রামে রজনীপ্রসাদের (ব্রজেন্দ্র কিশোর রায়চৌধুরী) জন্ম। গৌরীপুরের জমিদার-পত্নী বিশ্বেশ্বরী দেবী দত্তক পুত্র নেওয়ার জন্য অনেক জমিদার বাড়িতে খোঁজাখুঁজি করেন। তার স্বামী রাজেন্দ্র কিশোরের মৃত্যুর এক বছরের মধ্যে রজনীপ্রসাদ ভট্টাচার্যের নামে দত্তক পুত্রের জন্ম হয় এবং দত্তক নেওয়ার পর নাম হয় ব্রজেন্দ্র কিশোর রায়চৌধুরী। উল্লেখ যে, ২০২৪ সাল হতে পৌনে দুই শত বছর আগে বিশ্বেশ্বরী দেবীর শশুর আনন্দ কিশোরের আগের নামেই ঈশ্বরগঞ্জ নামক বাজারটি প্রতিষ্ঠা করা হয়। বোকাইনগর হতে গৌরীপুর রাজবাড়িতে দত্তক নেওয়ার আগে আনন্দ কিশোরের পূর্ব নাম ছিল ঈশ্বর চন্দ্র চৌধুরী ।

গৌরীপুরের নারী জমিদার বিশ্বেশ্বরী দেবীর সহযোগিতায় তৎকালীন ব্রিটিশ সরকার ঈশ্বরগঞ্জ থানার কাছে একটি চৌকি (মুনসেফী) আদালত স্থাপন করে। তখন দত্তক পুত্র ব্রজেন্দ্র কিশোরের বয়স ছিল মাত্র ছয় বছর। সাব-রেজেষ্টরী কার্যালয় স্থাপিত হয় তার আমলে। বিশ্বেশ্বরী দেবী এমন একজন ত্যাগী ও ধৈর্যশীল নারী ছিলেন তার নাম কালীপুরের ছোটতরফের জমিদার ধরনীকান্ত লাহিড়ীর ‍‍`ভারত ভ্রমণ‍‍` বইয়ের ভূমিকার পাতার উল্লেখ রয়েছে।


প্রাচীন মানচিত্রে ঈশ্বরগঞ্জের তথ্য:

অষ্টাদশ ও উনবিংশ শতাব্দীর মধ্যভাগ পর্যন্ত ঈশ্বরগঞ্জ নামের কোনো বাণিজ্যিক শহর বা বন্দরের অস্তিত্ব প্রাচীন বাংলার মানচিত্রে পাওয়া যায় না। রেনেলের অংকিত মানচিত্রে ঈশ্বরগঞ্জ নামকরণের পূর্বে বোকাইনগর ছিল মোমেনসিং পরগণার রাজধানী ও প্রশাসনিক কেন্দ্র। তাছাড়া বর্তমান ঈশ্বরগঞ্জ উপজেলার অন্তর্ভুক্ত প্রাচীন ব্রহ্মপুত্র নদের পাড়ে মধুপুর ও মাদারগঞ্জ ছিল নদীবন্দর ও গুরুত্বপূর্ণ ব্যবসা-বাণিজ্য কেন্দ্র। এই মাদারগঞ্জে সদর জেলার একটি থানা গোড়াপত্তন হয়।

পরবর্তী সময়ে মাদারগঞ্জের থানাটি বিলুপ্ত হয়ে যায়। রেনেলের অংকিত মানচিত্রের সূত্রে ঈশ্বরগঞ্জ উপজেলায় ২টি পরগনার নাম পাওয়া যায়- মোমেনসিং পরগণা ও হোসেনশাহী পরগণা।  প্রাচীনকালে বহু নদ-নদী দ্বারা পরগণাগুলো বিভক্ত ছিল। ২৮৬ বর্গ কিলোমিটার এলাকা নিয়ে ঈশ্বরগঞ্জ উপজেলা গঠিত। ঈশ্বরগঞ্জ উপজেলার অধিকাংশ স্থান অর্থাৎ ঈশ্বরগঞ্জের মধ্যে অবস্থিত মোমেনসিং পরগণার সমস্ত ভূমি গৌরীপুরের বারেন্দ্র ব্রাহ্মণ জমিদারদের অধীনে ছিল এবং হোসেনশাহী পরগণার ভূমি আঠরবাড়ি ও রাজীবপুরের জমিদারদের অধীনে ছিল। উনবিংশ শতাব্দীর শেষের দিকে অর্থাৎ ১৮৮৩ সালের প্রকাশিত লেট এন্ড সন মানচিত্রে দেখা যায় ঈশ্বরগঞ্জ উপজেলা সদরদপ্তরের এক কিলো পূর্বে অবস্থিত মাইজহাটি গ্রামটির নাম উল্লেখ রয়েছে।

ধারণা করা হয় যে, মাইজহাটি ছিল একসময়ে নদীবন্দর। তাছাড়া ১৮৯৪ সালের প্রকাশিত জনস্টন মানচিত্রে দেখা যায় থানা হিসাবে ঈশ্বরগঞ্জের উচাখিলার কাছে মাদারগঞ্জ, গফরগাঁও, নাসিরাবাদ, ফুলপুর ইত্যাদি স্থানের নাম পাওয়া যায়।


ঈশ্বরগঞ্জে থানার উৎপত্তি ও ইতিহাসঃ

এক সময়ে রাজস্ব ইউনিট ‍‍`পরগণাকে‍‍` ভিত্তি করেই সমস্ত রাজস্ব কার্যক্রম পরিচালনা করা হতো। পরবর্তীতে দুটো রাজস্ব ইউনিট ‍‍`পরগণা‍‍` ও ‍‍`থানা‍‍` ব্যবহৃত হয়। নদীর গতিপথ পরিবর্তন ও পরগণা বড় থাকার কারণে বিভিন্ন জরিপ পরগনা ইউনিট ব্যবস্থার অসুবিধা অনুভূত হয়। ফলে ধীরে ধীরে থানা ইউনিট প্রাধান্য পেতে থাকে এবং পরগনা ইউনিট ব্যবস্থার গুরুত্ব হ্রাস পেতে থাকে। ১৮২৫খ্রিঃ,র আগে বৃহত্তর ময়মনসিংহে প্রথম যে ১২টি থানা স্থাপিত হয়েছিলো তন্মধ্যে ঈশ্বরগঞ্জ উপজেলার অন্তর্ভুক্ত মাদারগঞ্জ থানা অন্যতম। শ্রীকেদারনাথ মজুমদার প্রণীত ‍‍`ময়মনসিংহের বিবরণ‍‍` বইয়ের তথ্য অনুযায়ী ১৮২৩ সালে বৃহত্তর ময়মনসিংহ জেলায় ১২টি থানা ও ২৫টি কাননগুর কার্যালয় ছিল।

১৮৪৫ সালে জামালপুর মহকুমার সৃষ্টি হলে বৃহত্তর ময়মনসিংহ জেলার শাসনকার্য দুই ভাগে বিভক্ত হয়। শেরপুর, হাজীপুর, সিরাজগঞ্জ ও পিংনা থানা নিয়ে জামালপুর বিভাগ: নসিরাবাদ, গাবতলি; মধুপুর, নেত্রকোণা, ঘোষগাও (ফুলপুর), ফতেপুর, গফরগাঁও, মাদারগঞ্জ (ঈশ্বরগঞ্জ), নিকলি ও বাজিতপুর থানা নিয়ে সদর বিভাগ স্থাপিত হয়। ১৮৭১ সাল পর্যন্ত, এ জেলায় ৪টি বিভাগ, ১৬টি থানা ও ১০টি ফাঁড়ি থানা, ১০টি ফৌজদারী ও ১৪টি দেওয়ানী বিচারালয় স্থাপিত হয়েছিল। অতঃপর ১৮৮২ সালে নেত্রকোণা মহকুমা স্থাপিত হয় । এ জেলায় ৫টি মহকুমা (বিভাগ), ৯টি চৌকী (মুনসেফী), ৩০টি পুলিশ ষ্টেশন (থানা), ও ২১টি সব-রেজেষ্টরী কার্যালয় স্থাপিত হয় । থানা—সদর মহকুমায়—(১) সদর, (২) ফুলবাড়ীয়া, (৩) গফরগাঁও, (৪) নান্দাইল, (৫) ঈশ্বরগঞ্জ ও (৬) ফুলপুর । মোট ৬টি থানা। ১৯০৫ সালে প্রকাশিত MYMENSINGH DISTRICT GAZETTEER. STATISTICS, 1901-02. তথ্য অনুযায়ী Sadar Subdivision ... 1 Nasirabad, 2 Phulbaria 3 Ghafargaon 4 Nandail (5)  Iswarganj 6 Phulpur এখানে সদর থানা মানে নাসিরাবাদ থানা। তখন সদর মহকুমায় দুইটি শহর ছিল- নাসিরাবাদ ও মুক্তাগাছা।  

ধারণা করা হয় ১৮৮০ সালে অথবা ১৯০০ সালের এর আগে বিশ্বেশ্বরী দেবীর পৃষ্ঠপোষকতায় এবং গৌরীপুরের জমিদারদের সহযোগিতায় মাদারগঞ্জ থানা বিলুপ্ত করে ঈশ্বরগঞ্জ বাজারে স্থানান্তর করা হয় এবং একই সময়ে আঠারবাড়ি জমিদারদের প্রচেষ্টায় নান্দাইলে একটি নতুন থানা প্রতিষ্ঠিত হয়। অর্থাৎ মাদারগঞ্জ থানা বিলুপ্ত হয়ে দুটি থানা প্রতিষ্ঠিত হয়। শ্রীকেদারনাথ মজুমদারের তথ্য অনুযায়ী ১৯০৫ সালে ঈশ্বরগঞ্জ থানায় দায়িত্বে ছিলেন ১ জন ইন্সপেক্টর, ২জন সাব-ইন্সপেক্টর, ১ জন হেড কনস্টেবল ২ জন রাইটার কনস্টেবল, ৯ জন কনস্টেবল, ২৯৩ জন চৌকিদার, টাউন চৌকিদার ছিল না এবং ৩০ জন দফাদার। নান্দাইল থানায় দায়িত্বে ছিলেন  ১ জন সাব-ইন্সপেক্টর, ১ জন হেড কনস্টেবল ১জন রাইটার কনস্টেবল, ৮ জন কনস্টেবল, ২৩৪ জন চৌকিদার, টাউন চৌকিদার ছিল না এবং ২২ জন দফাদার।


মাদারগঞ্জ (Moddergunge):

মাদারগঞ্জ ছিল বিখ্যাত নদীবন্দর ও ব্যবসা কেন্দ্র। বাংলার প্রধান অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর মধ্যে এই বন্দরটি প্রাচীন ও মধ্যযুগেই বহির্বিশ্বে বেশ পরিচিত ছিল। জেমস রেনেলের মানচিত্রে মূল ব্রহ্মপুত্র ও সোহাই নদীর সংযোগ স্থুলে মুদ্দেরগঞ্জ (মাদারগঞ্জ)  অবস্থিত। ১৭৮৭ সালের আগে ব্রহ্মপুত্র  নদটি ২০-২২ কিলোমিটার প্রশস্ত ও খরস্রোতা ছিল। তাছাড়া মোমেনসিং ও হোসেনশাহী এই দুই পরগনার সীমানায় অবস্থিত ছিল নদীবন্দরটি।

জেমস রেনেলের মানচিত্রের বিবরণ থেকে পাওয়া যায় যে, কলকাতা থেকে মাদারগঞ্জ পর্যন্ত নদী পথের দূরত্ব ৪৭৮ মাইল। তবে ইতিহাস অনুসন্ধান করলে জানা যায়, কলকাতা ও আসাম থেকে যাত্রী এবং মালামাল নিয়ে মাদারগঞ্জ নৌবন্দরে স্টিমার ভিড়তো। জল পথের সুন্দর যোগাযোগ ব্যবস্থার কারণে মাদারগঞ্জ থানা প্রতিষ্ঠিত হয়েছিলো। তখন মাদারগঞ্জ থানায় ১৩ জন চৌকিদার ছিল। পরবর্তীতে ৫টি মহকুমা প্রতিষ্ঠিত হওয়ার সময়ে মাদারগঞ্জ থেকে থানা সরিয়ে ঈশ্বরগঞ্জ ও নান্দাইল থানা প্রতিষ্ঠিত হয়।

বর্তমানে মাদারগঞ্জ ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা ইউনিয়নের একটি  গ্রাম। ময়মনসিংহ জেলা শহর হতে ৩০ কিলোমিটার দক্ষিণে উচাখিলা বাজার অবস্থিত। পুরাকীর্তি ও ঐতিহাসিক নিদর্শনা হিসেবে উচাখিলা ইউনিয়ন পরিষদের থেকে মাত্র ২০০ গজের মধ্যে আট গম্বুজের পুরাতন জামে মসজিদ অবস্থিত। উচাখিলা-ঈশ্বরগঞ্জ-গাজীপুর রাস্তার উত্তর-পূর্ব পাশে গোল্লাজয়পুর গ্রামে একটি প্রাচীন নীল কুঠির ধ্বংশাবশেষ রয়েছে। ২০২৪ সালের আগস্ট মাসে এই গ্রামে জরিপের সময় এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে মাদারগঞ্জ বিষয়ে কথা হয়।

মাদারগঞ্জ গ্রামের বাসিন্দা মো. সামছুউদ্দিন (৮৫) বলেন, তিনি  বাপদাদার কাছে শুনেছেন, মাদারগঞ্জে এক সময়ে  থানা ছিল। তিনি আরও বলেন  তিন চার কিলোমিটার দূরে বর্তমান ব্রহ্মপুত্র নদ এবং কাচামাটিয়া নদীর ব্রীজের ঐ পাড়ে উচাখিলা বাজার অবস্থিত।


মধুপুর (Modupour):

মধুপুর ছিল বিখ্যাত নদীবন্দর ও ব্যবসা কেন্দ্র। বাংলার প্রধান অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর মধ্যে এই বন্দরটি প্রাচীন ও মধ্যযুগেই বহির্বিশ্বে বেশ পরিচিত ছিল। জেমস রেনেলের মানচিত্রে মূল ব্রহ্মপুত্র নদের পাড়ে মধুপুর অবস্থিত। ১৭৮৭ সালের আগে ব্রহ্মপুত্র নদটি ২০-২২ কিলোমিটার প্রসস্থ ও খরস্রোতা ছিল। তাছাড়া হোসেনশাহী পরগনায় অবস্থিত ছিল নদীবন্দরটি। বর্তমান মধুপুর শুধু গ্রাম, এখানে একটি বাজার আছে যা চৌরাস্তায় অবস্থিত। জেমস রেনেলের বইয়ের মানচিত্রের বিবরণ থেকে পাওয়া যায় যে কলকাতা থেকে মধুপুর পর্যন্ত নদী পথের দূরত্ব ৪৭৩ মাইল। মধুপুর ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার মগটুলা ইউনিয়নের অন্তর্গত একটি ঐতিহাসিক গ্রাম। ময়মনসিংহ জেলা শহর হইতে ৪০ কিলোমিটার দক্ষিণে মধুপুর বাজার অবস্থিত। পুরাকীতি ও ঐতিহাসিক নিদর্শনা হিসেবে মগটুলা ইউনিয়ন পরিষদের কাছে একটি প্রাচীন রাজবাড়ী রয়েছে।

 

একুশে সংবাদ/এনএস

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!