AB Bank
ঢাকা শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চাঁপাইনবাবগঞ্জে লক্ষ টাকা হাদিয়াসহ ফুল ছিটিয়ে ইমামকে রাজকীয় বিদায় সংবর্ধনা


Ekushey Sangbad
আব্দুল ওয়াহাব, চাঁপাইনবাবগঞ্জ
০৭:০১ পিএম, ২৭ ডিসেম্বর, ২০২৪
চাঁপাইনবাবগঞ্জে লক্ষ টাকা হাদিয়াসহ ফুল ছিটিয়ে ইমামকে রাজকীয় বিদায় সংবর্ধনা

চাঁপাইনবাবগঞ্জে মসজিদের ইমামকে অবসরকালীন রাজকীয় বিদায় সংবর্ধণা দিয়েছেন মুসল্লীরা। এসময় তাঁকে এক লক্ষ টাকা হাদিয়াসহ ফুল ছিটিয়ে সম্মান জানানো হয়।

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার রানিহাটি ইউনিয়নের চকলামপুর বেলপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা আশরাফ আলী (৭০)। তিনি এই মসজিদে দীর্ঘ ৪১ বছর ইমামের দায়িত্ব পালন করেন। শুক্রবার জুমআর নামাজ শেষে নানা আয়োজনের মধ্যে দিয়ে রাজকীয় এই সংবর্ধনার মাধ্যমে বিদায় দেওয়া হয়েছে।

নামাজ শেষে শেষবারের মতো তিনি উপস্থিত মুসল্লি ও এলাকাবাসীর উদ্দেশ্যে বক্তব্য দেন। এসময় তিনি সকলের নিকট নিজের দীর্ঘসময় পথচলায় অনাকাঙ্খিত ভুল-ত্রুটির জন্য ক্ষমা চান। পরে তাঁকে মোটরসাইকেল শোভাযাত্রা মাধ্যমে মাইক্রোবাসে চড়িয়ে নিজ গ্রামে ইমামের বাড়িতে তাকে নিয়ে যায় এলাকাবাসী। 

এরআগে মসজিদের বিদায়ী ইমাম মাওলানা আশরাফ আলিকে এলাকাবাসীর পক্ষ থেকে নগদ ১ লাখ ৩ হাজার টাকা ও ব্যবহারযোগ্য কিছু সরঞ্জাম উপহার হিসেবে তুলে দেন মুসল্লিরা।

এছাড়াও শত শত মুসল্লির উপস্থিতে মাইক্রোবাসে ওঠানো হয় ইমামকে। সামনে-পেছনে মোটরসাইকেলের বহর নিয়ে ইসলামের বিভিন্ন স্লোগানে স্লোগানে ইমাম সাহেবকে তার নিজ বাড়িতে পৌঁছে দিয়ে আসা হয়।

আসরাফ সদর উপজেলার রানিহাটি ইউনিয়নের কৃষ্ণ গোবিন্দপুর ক্যাঠ্যাপাড়া গ্রামের বাসিন্দা ও চুনাখালি কলেজের সাবেক প্রভাষক।

স্থানীয় বাসিন্দা আলি হাসান বলেন, বেলপাড়া জামে মসজিদে ৪১ বছরের বেশি সময় ধরে ইমামতি করে আসছেন আশরাফ আলি। কোনদিন কারও সাথে খারাপ আচরণ করেননি। এমনকি কেউ কটু কথা বললেও উত্তর দেননি। এজন্য এলাকার মুসুল্লিরা তাকে খুব ভালবাসেন এবং শ্রদ্ধ করেন।

হাসিব আলি নামে এক স্থানীয় বাসিন্দা বলেন, আমার পিতাও তার কাছে কোরআন পড়তে শিখেছেন। আমিও তার কাছে কোরআন এবং নামাজ আদায় করতে শিখেছি। তিনি এই এলাকার মানুষকে অনেক ইসলামী শিক্ষা দিয়েছেন।

সাবেক ইউপি সদস্য এমদাদুল ইসলাম বলেন, আমরা এই ইমাম সাহেবের কাছে অনেক সৎ আচরণ শিখেছি। তিনি কখনও রেগে কথা বলতেন না অথবা কারও সাথে কখনও রূঢ় আচরণ করতেন না। এজন্য স্থানীয় বাসিন্দারা তাকে সম্মান করতেন। তার চলে যাওয়া আমরা স্থানীয়রা মেনে নিতে পারছি না।

বিদায়ী ইমাম মাওলানা আশরাফ বলেন, বিগত ৪১ বছর এই মসজিদে ইমামতি করে আসছি। মানুষ আমাকে এমন গভীরভাবে ভালবাসে তা আগে বুঝে উঠতে পারিনি। আমি তাদের ভালোবাসায় সত্যিই মুগ্ধ।

চকলামপুর বেলপাড়া জামে মসজিদের সাধারণ সম্পাদক সালাউদ্দিন জুয়েল বলেন, ইমাম সাহেবের উপর আমরা কৃতজ্ঞ। তিনি আমাদেরকে অনেক কিছুই দিয়েছেন। অনেক ভাবেই তার কাছে শিখেছি। আজ তাকে বিদায় দিতে হচ্ছে। এটি খুবই কষ্টের।
 

একুশে সংবাদ/এনএস

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!