আর্তমানবতার সেবায় চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দরিদ্র অসহায় শীতার্তদের মাঝে সাজেদা ফাউন্ডেশন কর্তৃক কম্বল বিতরণ অনুষ্ঠান
সাজেদা ফাউন্ডেশন ও সাগু গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান আলহাজ্ব এমএ তাহেরের নিজস্ব অর্থায়নে প্রতিবছরের ন্যায় এ বছরও উপজেলার দুইটি পৌরসভা ও আটটি ইউনিয়নের আট হাজার মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকালে পশ্চিম এলাহাবাদ আহমদিয়া সুন্নীয়া ফাজিল মাদ্রাসার হল রুমে সাংগু গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান ও পশ্চিম এলাহাবাদ আহমদিয়া সুন্নীয়া ফাজিল মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি এমএ তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক কাজী হাবিবুল বাশার সুমন। বিশেষ অতিথি ছিলেন সাবেক ক্রিকেটার হালিম শাহ্।
মো. রেজাউল করিমের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন মোরশেদুল আলম। অন্যান্যদের মধ্যে বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এসএম সোয়েব, এলাহাবাদ ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ রফিকুল ইসলাম কাদেরি প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি অনাত গরীবদের মাঝে ৮ হাজার কম্বল বিতরণ করেন।
একুশে সংবাদ/এনএস
আপনার মতামত লিখুন :