মুন্সীগঞ্জের শ্রীনগরে নিখোঁজের ছয়দিন পর পুকুর থেকে আবুল হোসেন (৬০) নামক এক অটোচালকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার দুপুর সোয়া একটার দিকে শ্রীনগর উপজেলার শ্রীনগর ইউনিয়নের পশ্চিম হরপাড়া দীপক দেবনাথের বাড়ি সংলগ্ন পুকুরে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে সংবাদ দেয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি টিম এসে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নিহতের পরিবার সুত্রে জানা যায়, গত ছয় মাস ধরে মানষিক ভারসাম্যহীন হয়ে পড়ে আবুল। গত রোববার সন্ধ্যায় হরপাড়া এলাকার পার্লার মালিক ডালিয়ার ভাড়া বাসা থেকে বের হয়ে আর ফিরেনি আবুল হোসেন।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাইযুম উদ্দীন চৌধুরী বলেন, মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মরদেহটি ৪/৫ দিন আগের হওয়াতে অনেকটা গলে গেছে, দেখে মনে হলো।
একুশে সংবাদ/এনএস
আপনার মতামত লিখুন :