নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের খুলনা মহানগর কমিটির সহ-সভাপতি রনবীর বাড়ৈ সজলকে মোংলা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৭ ডিসেম্বর) রাতে তাকে গ্রেপ্তার করা হয়। আজ শনিবার বেলা ১২টায় তাকে খুলনা আদালতে তোলা হয়েছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের ওসি তৈমুর আলম জানান, সজল খুলনার ধর্মসভা রোডের বাসিন্দা রসময় বাড়ৈর ছেলে। মোংলার খাসেরডাংগা এলাকা থেকে তাকে আটক করা হয়েছে।
সজলের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। পুলিশের ভাষ্যমতে, জুলাই মাসে শিক্ষার্থীদের ওপর চালানো হামলার নেতৃত্ব দেন তিনি। এ ঘটনায় তার বিরুদ্ধে বিভিন্ন ভিডিও ফুটেজও সংগ্রহ করা হয়েছে।
সজলের গ্রেপ্তার নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
একুশে সংবাদ//মা.জা//র.ন
আপনার মতামত লিখুন :