নওগাঁর মান্দা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামী’র সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী মান্দা উপজেলার ৯ নং তেঁতুলিয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের বাংড়া ঈদগাহ ময়দানে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় শূরা সদস্য ও বৃহত্তর নওগাঁ জেলা শাখার আমীর খন্দকার আব্দুর রাকিব।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নওগাঁ জেলা শাখার কর্ম পরিষদ সদস্য ও নওগাঁ জেলা শাখার ওলামা সভাপতি মোস্তফা আল আমিন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মান্দা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক আব্দুর রকিব, সহকারি সেক্রেটারী রফিকুল ইসলাম, কর্ম পরিষদ সদস্য ও ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমান কামরুল, মান্দা সদর ইউনিয়নের চেয়ারম্যান তোফাজ্জল হোসেনসহ বাংলাদেশ জামায়াতে ইসলামী মান্দা উপজেলা শাখার বিভিন্ন পার্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ//র.ন
আপনার মতামত লিখুন :