বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে করা ষড়যন্ত্র মূলক পোস্টের প্রতিবাদ জানিয়েছেন লালপুর উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান হারুনর রশীদ (পাপ্পু) ও থানা বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতাকর্মী। শনিবার (২৮ ডিসেম্বর) প্রেস বিজ্ঞপ্তি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ জানান তারা।
প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, হারুনুর রশীদ পাপ্পু বলেন তার বিরুদ্ধে বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেইজে গত ২৬ ডিসেম্বর অপ-প্রচারমুলক একটি পোস্ট করা হয়। ফেসবুক পেজে যে ঘটনা গুলো উল্লেখ্য করা হয়েছে সেখানে তার সম্পৃক্ততার বিষয়টি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, ষড়যন্ত্রমূলক ও মানহানিকর। তিনি বলেন, আমার জীবদ্দশায় অর্জিত রাজনৈতিক সুনাম ক্ষুন্ন করার লক্ষ্যে যে ফেসবুক পোষ্ট দেয়া হয়েছে আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমি ও আমার দলের নেতাকর্মীরা ঐ ধরণের কোন ঘটনার সাথে সম্পৃক্ত থাকা তো দূরের কথা আমরা সেগুলোর সমর্থনও করি না।
আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার ও প্রোপাগান্ডা লালপুরের জনগণ মেনে নেবে না। আমার বিরুদ্ধে আনিত সকল মিথ্যা অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি, সেই সাথে মানহানীর দায়ে বাংলাদেশ আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা রুজু করাও সময়ের দাবি বলে মনে করি। আশা করি আমার বিরুদ্ধে বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেইজে কুৎসা রটনার ঘটনায় আমার দীর্ঘ দিনের অর্জিত সুনাম নষ্ট হয়েছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
লালপুর উপজেলা যুবদলের আহবায়ক আব্দুস সালামসহ যুবদলের নেতাকর্মীরা প্রতিবাদে বলেন, যেখানে আমাদের নেতা হারুনার রশিদ পাপ্পুর নেতৃত্বে মন্দির, গীর্জা, সংখ্যালঘুদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান পাহারা দিলাম, সেখানে আমাদের নেতার বিরুদ্ধে এমন মিথ্যাচার মেনে নেওয়া যায়না।
লালপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো: হায়দার আলী বিশ্বাস ও সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মাষ্টারসহ নেতাকর্মীরা প্রতিবাদে বলেন, আওয়ামীলী গের জন্ম হয়েছে মিথ্যাচারের মধ্যে দিয়ে, তারাতো মিথ্যাচার করবেই।
থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আবু রায়হানসহ নেতাকর্মীরা প্রতিবাদে জানান, আওয়ামী লীগের এধরণের মিথ্যাচার ও গুজবের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
উল্লেখ্য, গত ২৬ ডিসেম্বর বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে লালপুর উপজেলা বিএনপির সদস্য সচিব হারুনুর রশীদ পাপ্পুকে সন্ত্রাসী আখ্যা দিয়ে এবং বিভিন্ন ঘটনার নির্দেশকারী বলে একটি পোস্ট করা হয়।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :