ফরিদপুর জেলার সদরপুর উপজেলার পূর্বশ্যামপুর গ্রামের মোড় থেকে হিরোইন বিক্রিকালে দুই যুবক কে আটক করেছে সদরপুর থানা পুলিশ। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করে আজ শনিবার সকালে থানা থেকে ফরিদপুর কোর্ট হাজতে পাঠানো হয়।
আটককালে তাদের নিকট বিক্রির জন্য প্রস্তুুতকৃত ৪৮পুড়িয়া তাদের নিকট থেকে জব্দ করে থানায় নিয়ে আসে। থানা পুলিশ জানান, জব্দকৃত নেশাদ্রব্য হিরোইনের ওজন রয়েছে ৫গ্রাম। আনুমানিক মূল্য রয়েছে ৫০হাজার টাকা। সদরপুর থানা উপ-পুলিশ পরিদর্শক মোঃ মিনারুল কাজী বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেছেন।
আটকৃতরা হলেন, সদরপুর উপজেলার নয়রশি গ্রামের রাসেদ তালুকদারের পুত্র হাসিবুল তালুকদার (২২) ও চরবিষ্ণুপুর ইউনিয়নের খেজুরতলা গ্রামের মিজানুর বেপারীর পুত্র তামিম বেপারী (২৩)।
এ ব্যাপারে সদরপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মোতালেব হোসেন জানান, সদরপুরে হিরোইন বিক্রি হচ্ছে সংবাদ পাওয়া মাত্র আমি অভিযান চালিয়ে দুজন তাদের আটক করি। এ চক্রের সাথে জড়িত বাকি সদস্যদের আটকের জন্য অভিযান চালানো হচ্ছে। মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এলাকাবাসী নাম প্রকাশে অনিচ্ছুক জানান, এরা ইয়াবা ও হিরোইন প্রতিনিয়ত বিক্রি করে। এদের সাথে জড়িত রয়েছে এলাকার যুব সমাজের অনেকে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :