AB Bank
ঢাকা রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪, ১৪ পৌষ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সদরপুরে মাটি ব্যবসায়ীদের থাবায় বিলীন হচ্ছে  ফসলের জমি


Ekushey Sangbad
মো: রোকনুজ্জামান, সদরপুর, ফরিদপুর
০৭:১৪ পিএম, ২৮ ডিসেম্বর, ২০২৪
সদরপুরে মাটি ব্যবসায়ীদের থাবায় বিলীন হচ্ছে  ফসলের জমি

ফরিদপুরের  সদরপুর উপজেলার ভাষানচর ইউনিয়নের জমাদ্দার ডাঙ্গী গ্রামে ফসলি জমি  ও ভুবনেশ্বরের নদের পাড় থেকে  ভেকু দিয়ে গভীর গর্ত করে মাটি কাটার মহোৎসব চলছে। এতে হারিয়ে যাচ্ছে শত বিঘা কৃষি জমি, পরিণত হচ্ছে জলাশয়ে। 

নিয়মনীতির তোয়াক্কা না করে এভাবে মাটি কেটে জমির শ্রেণি পরিবর্তন করে মানচিত্র থেকে উধাও করে দিচ্ছে কৃষি জমি। যদিও কৃষি জমি রক্ষায় সরকারের কড়া নির্দেশ রয়েছে। এরপরও সেগুলো রক্ষা হচ্ছে না। 

স্থানীয় প্রশাসনকে বিষয়টি জানানো হলেও তারা কোনো ব্যবস্থাই নিচ্ছেন না। ভেকু দিয়ে অপরিকল্পিতভাবে ১০ থেকে ২০ ফুট গভীর গর্ত করে কৃষি জমির মাটি কেটে নিয়ে যাচ্ছেন উপজেলা ফকির ভাটা সহ বিভিন্ন ইটভাটায়। এতে ফসলি জমি চিরতরে মানচিত্র থেকে মুছে যাচ্ছে। সেগুলো হয়ে যাচ্ছে জলাশয়। এভাবে গভীর গর্ত করায় পাশের কৃষি জমিও ভেঙে পড়ছে। ফলে কিছু কিছু জমির মালিক বেশি টাকার লোভে মাটি বিক্রি করলেও অনেকেই বাধ্য হয়ে বিক্রি করছেন। গভীর গর্ত করে মাটি কেটে নেওয়ায় বেশ কিছু এলাকায় শত একর কৃষি জমি জলাশয়ে পরিণত হয়েছে। 

এছাড়া মাটি ব্যবসায়ীদের থাবায থেকে বাদ যাচ্ছে না খাস জমি, খাল এবং নদ-নদীর তীরও। অপরিকল্পিতভাবে নদ-নদীর পাড় কেটেও বিভিন্ন ইটভাটায় মাটি নেওয়া হচ্ছে। গভীর গর্ত করে মাটি কাটায় পরিবেশ ও প্রতিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। যা জলবায়ুর ওপর প্রভাব পড়বে। এভাবে কৃষি জমি নষ্ট করায় ফসল উৎপাদন কমে যাচ্ছে।ফসলি জমি নদীর পাড় রক্ষায় প্রশাসনের  হস্তক্ষেপ কামনা করছেন সচেতন মহল।

 

একুশে সংবাদ/বিএইচ

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!