শেরপুরের নকলায় ওয়াজ মাহফিলে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় হাফেজ মাওলানা উসমান গনি নামে এক ইমামের মৃত্যু হয়েছে। আজ শনিবার (২৮ ডিসেম্বর) রাত ৮ টায় নকলা উপজেলার ঢাকা-শেরপুর মহাসড়কের কুর্শা এলাকায় এ ঘটনাটি ঘটে।
নিহত হাফেজ উসমান গনি (৪৫) নকলা পৌরসভার কুর্শাবাদাগৈড় গ্রামের মৃত আমজাদ আলীর ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, হাফেজ উসমান গনি নিজ গ্রামের তাকওয়া মসজিদে মাগরিবের নামাজে ইমামতির পর পার্শ্ববর্তী ফুলপুর উপজেলার মিসকিপাড়া গ্রামে ওয়াজ মাহফিলে যাচ্ছিলেন। এদিকে রাত ৮ টায় শেরপুর থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী একটি যাত্রীবাহী বাস উসমান গনির মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দিলে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এতে বাসের অন্তত আরো ১০ যাত্রী আহত হয়।
পরে নকলা থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে বাসের নিচে আটকে থাকা উসমান গনির লাশ উদ্ধার করে।
এবিষয়ে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, সড়ক দুর্ঘটনায় নিহত হাফেজ মাওলানা উসমান গনির মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আনা হয়েছে এবং প্রচলিত আইনে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলমান ৷
একুশে সংবাদ//জা.নি//র.ন
আপনার মতামত লিখুন :