নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নে মেঘন শিল্প নগরীর মেঘনা সেতুর টোল প্লাজা এলাকা থেকে গাঁজাসহ সাদ্দাম হোসেন (৪০) নামে একজনকে আটক ও একটি গাড়ি জব্দ করেছে পুলিশ।
রবিবার (২৯ ডিসেম্বর) সকালে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপজেলার মেঘনা এলাকায় চেকপোস্ট বসিয়ে ৫০ কেজির অধিক গাঁজাসহ সাদ্দাম হোসেনকে আটক করে সোনারগাঁ থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, সাদ্দাম হোসেন দীর্ঘদিন যাবত ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় অবৈধ নিষিদ্ধ মাদক দ্রব্য পাচার করে যাচ্ছেন।
সাদ্দাম হোসেন লক্ষীপুর জেলার চরমোসন গ্রামের শফিক আলমের ছেলে। পিকাআপ ভ্যানে মাদক পাচার কালে তাকে আটক হয়। জব্দ কৃত গাড়ি নং (ঠ ১১-৮৫০১) যাহা সোনারগাঁ থানা হেফাজতে রয়েছে এবং আসামীকে মাদক দ্রব্য মামলায় অভিযুক্ত করে আদালতে প্রেরণ করেন পুলিশ।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :