ছাগল চোরের পর এবার কোটচাঁদপুরে জনতার হাতে ধরা পড়েছে ইজিবাইক চোর। শনিবার (২৯ ডিসেম্বর) স্থানীয় কলেজ বাসস্ট্যান্ডে ইজিবাইক চোরকে আটক করেন তারা । রবিবার সকালে ওই চোরকে আদালতে পাঠিয়েছেন থানা পুলিশ।
জানা যায়, দীর্ঘদিন ধরে কোটচাঁদপুরের বিভিন্ন এলাকায় ইজিবাইক ও ছাগল চুরির ঘটনা ঘটছিল। এতে করে মানুষের মধ্যে চোর আতংক বিরাজ করছিল। এরই ধারাবাহিকতায় শনিবার কোটচাঁদপুর পৌরসভাধীন ব্রিজঘাট এলাকার হাশেম আলীর ইজিবাইক চুরি করে পালাচ্ছি চোর। এ সময় জনতা তাকে ধাওয়া দিয়ে স্থানীয় কলেজ বাসস্ট্যান্ডে এসে ধরে ফেলেন। পরে তাঁর কাছ থেকে উদ্ধার করা হয় চোরাই ইজিবাইক। এরপর ইজিবাইকসহ চোরকে পুলিশে সৌপদ্য করেন জনতা। আটককৃত ইজিবাইক চোর মিলন হোসেন (২৬) যশোরের বাঘারপাড়ার জয়নগর গ্রামের আবুল কাশেমর ছেলে।
এর আগে গেল ১০-১২-২৪ তারিখে কোটচাঁদপুর সিনেমা হল পাড়া থেকে প্রাইভেট কারে করে ছাগল চুরির সময় ধাওয়া করেন জনতা। পরে ওই প্রাইভেট কার, ছাগলসহ চোরকে কোটচাঁদপুরের সাবদারপুর মকছেদ মোড় থেকে আটক করেন তারা। এ সময় জনতার হাতে ধরা পড়েন এক চোর। উদ্ধার করা হয় প্রাইভেট কার ও চুরি হওয়া চারটি ছাগল।
এ ব্যাপারে কোটচাঁদপুর থানার (পি এস আই) আল-আমিন হোসেন বলেন, ওই সময় আমার জরুরি ডিউটি চলছিল। খবর পায় ইজিবাইক চোর ধরার। এরপর ঘটনাস্থলে গিয়ে চোরকে আটক করা হয়। উদ্ধার করা হয় চোরাই ইজিবাইকটি। চুরির ঘটনায় থানায় মামলা হয়েছে। রবিবার ওই চোরকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :