জয়পুরহাটের কালাই উপজেলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবীদের অংশগ্রহণে দিনব্যাপী পরিচ্ছন্নতা অভিযান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় জয়পুরহাট জেলা প্রশাসক আফরোজা আখতার চৌধুরীর উপস্থিতিতে বিডি ক্লিন নামে একটি স্বেচ্ছাসেবী যুব সংগঠনের সহযোগিতায় এই কর্মসূচির উদ্বোধন করা হয়।
উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালাই উপজেলা নির্বাহী অফিসার শামিমা আক্তার জাহান, সহকারী কমিশনার (ভূমি) ইফতেখার রহমান, উপজেলা প্রকৌশলী সিরাজুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিডি ক্লিনের সদস্য এবং স্থানীয় শিক্ষার্থীরা।
বিডি ক্লিনের লক্ষ্য সমাজকে পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব করে গড়ে তোলা। এটি একটি সামাজিক উন্নয়ন সংগঠন, যেখানে সাধারণ শিক্ষার্থীরা সক্রিয়ভাবে কাজ করে। সংগঠনের আহ্বান, “নিজ নিজ চিন্তাধারা এবং দায়িত্ববোধ দিয়ে শহরকে পরিচ্ছন্ন করে গড়ে তুলুন।”পরিচ্ছন্ন পরিবেশ তৈরির এই মহৎ উদ্যোগে শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবীদের অংশগ্রহণ সকলের কাছে প্রশংসিত হয়েছে।
জেলা প্রশাসক আফরোজা আখতার চৌধুরী বলেন, “পরিচ্ছন্ন পরিবেশ সবার নিরাপদ জীবনের পূর্বশর্ত। ময়লা-আবর্জনার কারণে মশা-মাছির উপদ্রব বাড়ে, যা আমাদের স্বাস্থ্যের জন্য হুমকি। তাই নিজ বাড়ি থেকে শুরু করে আশপাশের গুরুত্বপূর্ণ এলাকাগুলো পরিচ্ছন্ন রাখা আমাদের সবার দায়িত্ব।”
বিডি ক্লিন টিমের জেলা সমন্বয়ক রাকিবুল হাসান বলেন, আমরা এর আগেও জয়পুরহাটের ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল, কেন্দ্রীয় শহীদ মিনার, ড. আবুল কাসেম ময়দান এবং রেলস্টেশনসহ বিভিন্ন এলাকা পরিষ্কার করেছি। আজ আমরা কালাইয়ে কাজ করছি। আমাদের লক্ষ্য শুধু জয়পুরহাট নয়,পুরো দেশকে পরিচ্ছন্ন ও সুন্দর করে গড়ে তোলা। এই লক্ষ্যেই আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করছি এবং এটি অব্যাহত থাকবে।”
বিডি ক্লিনের স্বেচ্ছাসেবকরা নিয়মিতভাবে বিভিন্ন বাজার,পথঘাট এবং জনবহুল স্থান পরিষ্কার করেন। পাশাপাশি তারা সংশ্লিষ্ট এলাকাবাসীকে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার জন্য উদ্বুদ্ধ করেন এবং যথাযথভাবে ডাস্টবিন ব্যবহারের জন্য সচেতনতা বৃদ্ধি করেন।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :