জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের পাথরের চর এলাকায় সীমান্তবর্তী গ্রাম থেকে ৮৪ বোতল ভারতীয় বিভিন্ন ব্রান্ডের মদ উদ্ধার করেছে বিজিবি।
শনিবার রাতে জামালপুর ৩৫ ব্যাটালিয়ান এর আওতাধীন পাথরের চর বিওপি সদস্যরা পূর্ব পাথরের চর এলাকায় ভারতীয় সীমান্ত সংলগ্ন গ্রামের ময়লার স্তুপ থেকে এসব মদ উদ্ধার করে।
পাথরের চর বিওপি`র জুনিয়র কমিশন্ড অফিসার (জেসিও) মানিক দেবনাথ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত সংলগ্ন পূর্ব পাথরের চর গ্রামে অভিযান পরিচালনা করলে একটি বস্তায় ৮৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। তবে এসময় কাউকে আটক করা যায় নি।
এঘটনায় দেওয়ানগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :