কুড়িগ্রামের উলিপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল উলিপুর পৌর শাখার যুগ্ম আহ্বায়ক আশরাফুলকে সন্ত্রাসী খালেক বাহিনী কর্তৃক বর্বরোচিত হত্যার প্রতিবাদে এবং খুনিদের বিচারের দাবীতে এক বিক্ষোভ মিছিল ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৯ ডিসেম্বর ) সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল উলিপুর ও পৌর শাখার আয়োজনে দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে এবং শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জিরো পয়েন্টে (গবা মোড়) এসে সকল নেতা কর্মীরা সমবেত হয়।
বিক্ষোভ মিছিলে হত্যার প্রতিবাদে এবং অপরাধীদের দ্রুতই গ্রেফতারের দাবীতে নানা স্লোগানে শহর প্রকম্পিত করে তোলে পৌর ও বিভিন্ন ইউনিয়ন থেকে আসা জাতীয়তাবাদী দলের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এসময় উপজেলা যুবদলের আহ্বায়ক তৌফিকুর রহমান লাভলুর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুর রশিদ মিলিটারী, সভাপতি হায়দার আলী মিঞা, সাধারণ সম্পাদক ও বজরা এল.কে আমিন স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ওবায়দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদুল হাবিব নয়ন, পৌর যুবদলের আহ্বায়ক আপন আলমগীর।
উপস্থিত বক্তারা আশরাফুল হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবীতে পুলিশের প্রতি আবেদন জানান। বক্তারা আরো বলেন, আশরাফুলকে হত্যার সাথে জড়িতরা চাঁদাবাজ ও মাদক গ্রহণকারী। উলিপুরের সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের প্রতি এই সন্ত্রাসীদের বিষয়ে সোচ্চার থাকার আহ্বান জানান। শেষে বক্তারা সন্ত্রাসীদের বিরুদ্ধে সোমবার (৩০ ডিসেম্বর ) সকালে গণ মিছিলের ঘোষণা দেন।
উল্লেখ্য, শুক্রবার (২৭ ডিসেম্বর ) সন্ধ্যায় উলিপুর থানা চত্বরে খালেক গ্রুপের লোকজনের কিল-ঘুষিতে আশরাফুল নিহত হয়। শনিবার (২৮ ডিসেম্বর ) বিকালে নিহত আশরাফুলের পিতা আয়নাল হক বাদী হয়ে ২০ জনের বিরুদ্ধে উলিপুর থানায় একটি মামলা করেন।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :